সেই কুৎসিত, কালো, দাঁত উঁচু নিরুপমাকে মিস করছেন দর্শকরা, সুন্দরী মডেলে আগ্রহ নেই নেটিজনদের

বাংলাহান্ট ডেস্কঃ সমাজের চোখে এক কালো, কুৎসিত মেয়ের লড়াইয়ের গল্প দিয়েই শুরু হয়েছিল ‘ওগো নিরুপমা’ (Ogo Nirupoma) ধারাবাহিক। ঘটনাচক্রে ধারাবাহিকের হিরো গুডলুকিং আবীর রায়চৌধুরীর সঙ্গে বিয়ে হয় নিরুপমার। তারপর শুরু হয় শ্বশুর বাড়ির লোকেদের লাঞ্ছনা।

kbajasjnaskj

এভাবে জীবন সংগ্রামে লড়াই করতে করতে আচমকাই গল্পে মোড় আসে। ‘কুৎসিত’ নিরুপমা, হয়ে ওঠে ফরসা, তন্বী, স্মার্ট, ঝা চকচকে মডেল। একটা দুর্ঘটনায় বদলে যায় নিরুপমার জীবনটাই। হাসপাতাল থেকে ফেরার পরই সেই উঁচু দাঁত, কালো, কুৎসিত মেয়েটা হঠাৎ করেই শহরের সুন্দরী মডলে পরিণত হয়।

নিরুপমাকে তাঁর স্বামী আবীর পছন্দ না করলেও, তাঁর এই নতুন লুকের মডেলকে বেশ করেন আবীর। শুধু তাই নয়, তাঁর শ্বশুর বাড়ির সকলেও এই সুন্দরী মডেলের অনেক গুণগান গাইছেন।

গল্পের শুরুতে একটি তথাকথিত কুৎসিত মেয়ের জীবন সংগ্রাম দিয়ে শুরু হলেও, এখন সেই গল্প বদলে গিয়েছে। স্বামীর ভালোবাসা না পেলেও, নিজের মেরুদণ্ড সোজা রেখে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা যে নিরুপমা দর্শক হৃদয়ে স্থান পেয়েছিল, তাঁর প্রতি আগ্রহ যেন দিনকে দিন কমে যাচ্ছে। দর্শকদের বক্তব্য, যে আগ্রহ নিয়ে, যে কারণে ধারাবাহিক দেখা শুরু করেছিল, এখন আর সেই কারণটাই নেই।

cmc scaskjbad

hlvnsdkvnsilfjoi

 

তবে এই বিষয়ে নিরুপমা ওরফে অর্কজা আচার্য জানান, ‘নিরুপমা নিজেকে এই নতুন রূপে দেখে সেও খুশি নয়। নিরুপমা চায় সুন্দর আর কুৎসিত এই ২ রূপকে সামনে রেখেই আবির এবং গোটা সমাজের চোখ খুলে দেওয়া। তবে এখানে নিরুপমার ২টো রূপই সমানভাবে দেখতে পাবেন দর্শকরা। শ্বশুরবাড়িতে প্রতি মুহূর্তে নিরুপমার উপর হওয়া অত্যাচার থামাতে এসব বদলের প্রয়োজন ছিল’।

Smita Hari

সম্পর্কিত খবর