বাংলাহান্ট ডেস্কঃ কথায় বলে ‘বাঘের কাছে ছাগল পোষানি দেওয়া’, উত্তরপ্রদেশ (uttar pradesh) থেকে খানিকটা সেরকমই একটি ঘটনা প্রকাশ্যে এল। উত্তর প্রদেশের বিজনোরের (bijnor) একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পাহারা দিতে গিয়ে খোদ পুলিশ (police) অফিসার বাক্স ভর্তি আপেল চুরি করছেন। ঘটনা জানাজানি হতেই চারিদিকে হইচই পড়ে গেছে।
বিজনোরের নাহটোরের একটি সবজি বাজারে এই ঘটনা ঘটতে দেখা গেছে। যেখানে নাহটোর থানার একজন পুলিশ কর্মী দীনেশ কুমার চাহল ওই বাজারেই সবজি পাহারা দেওয়ার কাজ করছিলেন। সেখানে যাতে সবজি চুরি না হয়, সেদিকটা দেখার জন্যই দীনেশ কুমার চাহলকে পাহারায় বসানো হয়েছিল। কিন্তু উল্টে সে নিজেই সেখান থেকে এক বাক্স আপেল চুরি করে নেয়, যা দোকানে লাগানো সিসিটিভিতে ধরা পরে যায়।
দোকানদার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর, ওই পুলিশ কর্মী দোকানের সামনে থাকা ত্রিপল কেটে দোকানের মধ্যে ঢোকে। সেখানে ঢুকেই এক বাক্স আপেল চুরি করে। কিন্তু সে খেয়ালই করেননি দোকানের ভেতরে সিসিটিভি লাগানো রয়েছে।
পরদিন দোকানে গিয়ে দোকানি দেখেন দোকানের ত্রিপল কাটা রয়েছে। দোকান মধ্যস্থ সিসিটিভি ফুটেজ দেখতেই তিনি সবটা পরিষ্কার বুঝতে পারেন, কে এবং কিভাবে তাঁর আপেলের বাক্স চুরি করেছে। ঘটনার বিষয়বস্তু এবং সিসিটিভি ফুটেজ নিয়ে তৎক্ষণাৎ ওই দোকানদার থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।
এবিষয়ে থানার এসপি ধর্মবীর সিং জানান, চুরি যাওয়া দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে পুলিশ কর্মী দীনেশ কুমার চাহল ওই দোকান থেকে আপেলের বাক্স চুরি করেছেন। ঘটনার পরবর্তীতে ওই পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে এবং এই মামলার তদন্ত ভার সিও ধামপুরকে হস্তান্তর করা হয়েছে।