বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি রাজা গোস্বামী (raja goswami) ও মধুবনী গোস্বামী (madhubani goswami)। দীর্ঘদিনের বিবাহিত জীবনের পর সম্প্রতি নতুন বাবা মা হয়েছেন তাঁরা। রাজা মধুবনীর সংসার আলো করে এসেছে ছোট্ট ভদ্রলোক, কেশব। ছেলেকে ঈশ্বরের দান বলে মনে করেন মধুবনী। কৃষ্ণ ও শিবের নাম মিলিয়েই নাম রেখেছেন একরত্তির।
দু সপ্তাহ হয়ে গিয়েছে মা হয়েছেন মধুবনী। নতুন অভিজ্ঞতা নিয়ে আনন্দবাজার ডিজিটালের হয়ে কলম ধরেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, এখন সারাটা দিন ছেলের দেখভাল করতেই কেটে যাচ্ছে তাঁর। কেশব আসায় অনেক বদলে গিয়েছেন রাজাও। আগের থেকে অনেক বেশি সময় নিয়ে সচেতন হয়ে উঠেছেন।
তবে মা হওয়ার পর থেকেই স্ত্রী ও ছেলের থেকে আলাদা ঘুমোতে হচ্ছে রাজাকে। কারণ শুটিংয়ের জন্য রোজই বাইরে বেরোতে হয় তাঁকে। তাই অতিরিক্ত সুরক্ষা নিয়ে তবেই ছেলেকে কোলে নিতে পারেন তিনি। এর আগে অন্তঃসত্ত্বাকালীন সময়েও মধুবনী জানিয়েছিলেন রাজার থেকে আলাদা শুচ্ছেন তিনি।
ডেলিভারির পর মুহূর্তের অভিজ্ঞতাও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন মধুবনী। তিনি জানিয়েছেন নিজের সন্তানকেই তিনি প্রথমে বুঝতে পারেননি। অপারেশনের পর এক খুদেকে তাঁর কাছে দিয়ে যান চিকিৎসকরা। কিন্তু মধুবনী প্রশ্ন করেন, একা কার বাচ্চা? উত্তরে চিকিৎসকরা জানান, ওই ভদ্রলোক তাঁরই ছেলে।
কৃতজ্ঞ মধুবনী জানান, গোপালের আশীর্বাদেই কেলব এসেছে তাঁর কাছে। গত বছর জন্মাষ্টমী করার পরেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর পান তিনি। কেশব বাড়িতে সবার চোখের মণি হয়ে উঠেছে। তাকে নিয়ে এখন ভবিষ্যতের স্বপ্ন দেখছেন মধুবনী।
কিছুদিন আগেই পরিবারে নতুন সদস্য আসার সুখবর দিয়েছিলেন রাজা। তাঁর ছবিতে দেখা যায় ছেলেকে এক হাত দিয়ে আঁকড়ে ধরে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন মধুবনী। রাজা লেখেন, ‘আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালবাসা দেবেন। পুত্রসন্তান হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ।’