২০০ বছর ভারতে রাজ করা ব্রিটিশদের স্টোক পার্ক এবার কিনে নিলেন মুকেশ আম্বানি

বাংলাহান্ট ডেস্কঃ ব্রিটিশদের আরও একটি সম্পত্তি নিজের নামে করলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি (Mukesh Ambani)। ৫৯২ কোটি টাকার বিনিময়ে কিনলেন ব্রিটেনের কোম্পানি স্টোক পার্ক (Stoke Park)। এর আগে ব্রিটিশ কোম্পানি অন্যতম বৃহৎ খেলনা প্রস্তুতকারক হ্যামলেস ২০১৩ সালে কিনেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ অম্বানি।

বিলাসবহুল হোটেল, খেলাধুলার সুবিধা থেকে কনফারেন্স সুবিধা রয়েছে ব্রিটেনের ৩০০ একরের ব্রিটিশ কান্ট্রি ক্লাবে। সেইসঙ্গে ইউরোপের অন্যতম বৃহৎ গল্ফ কোর্সও রয়েছে এখানে। ১৯৬৪ সালে Goldfinger এবং ১৯৯৭ সালে Tomorrow Never Dies- জেমস বন্ডের দুটি ছবির শুটিং এই স্টোক পার্কেই হয়েছিল। প্রায় ৯০০ বছরের পুরনো এই পার্ক।

freepressjournal 2021 04 bc42e6bd e6c0 44da bdb0 1cbe7a23b0d1 British s iconic Country Club Stoke Park

একটা সময় পর্যন্ত ব্রিটেনের এই স্টোক পার্ক ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহৃত হত। তবে ১৯০৮ সালের পর থেকে তা আর ব্যক্তিগত আবাস থাকে না। এখানে ১৪ একর বাগান এবং ৪৯টি বিলাসবহুল বেডরুম রয়েছে। পাশাপাশি খেলাধূলা করার জন্য ২৭ গর্তের গলফ কোর্স এবং ১৩টি টেনিস কোর্টও রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর