বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের বাকি আর মাত্র দুফা। করোনা আবহে সরাসরি জনসমাবেশ না করলেও ভার্চুয়াল ভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। রবিবার বহরমপুরে ভার্চুয়াল সমাবেশে অংশ নিতে দেখা গেল তাঁকে। আর সেই সমাবেশ থেকে কেন্দ্রীয় বাহিনীকে রুখতে ‘করোনা’ অস্ত্রে শান দিলেন মমতা ব্যানার্জি।
ভোট মরশুমের প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীকে নানাভাবে আক্রমণ করে এসেছেন মমতা ব্যানার্জি। কোচবিহারের এক জনসভা থেকে গ্রামবাসীদের আধাসেনাকে ‘ঘেরাও’ করে রাখার নিদান দেওয়ার পরই, ভোটের দিন বাহিনীর গুলিতে নিহত হন চার গ্রামবাসী। এমন বিতর্কিত মন্তব্যের জেরে ২৪ ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন।
তবে এবার কিছুটা হলেও সমঝে কথা বললেন মমতা ব্যানার্জি। আক্রমণ করলেও, তাঁর কথার মধ্যে কিছুটা বাঁধন ছিল। নির্বাচনের কাজে বাংলায় আসা প্রায় ৭০ জন জওয়ান করোনা আক্রান্ত হওয়ায়, এই বিষয়কে টার্গেট করে তিনি বলেন, ‘আপনাদের ঘরে কেউ ঢুকতে গেলে বলবেন, ভাই দূরে দাঁড়িয়েই কথা বলো। কারণ দেখুন এদের মধ্যে কারা করোনা আক্রান্ত, তা কিন্তু আমরা জানি না’।
তিনি আরও বলেন, ‘গ্রামে গ্রামে গিয়ে যদি এরা ভয় দেখায়, তাহলে মা বোনেরা বলবেন- ভাই তোমরা গিয়ে আগে করোনার চিকিৎসা করাও। স্পষ্ট ভাষায় বলবেন, আমরা বহিরাগতদের ঢুকতে দেব না’।