বাংলাহান্ট ডেস্কঃ ২ রা মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনরকম বিজয় মিছিল করা যাবে না- স্পষ্ট ভাষায় জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। দেশ জুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে এমনই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
দেশের নির্বাচন মরশুমের মধ্যেই হু হু করে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃত্ব। এমনকি করোনার রোষে বলি হয়েছেন বেশ কয়েকজন প্রার্থীও। সবমিলিয়ে ভোট মরশুমে উত্তেজনার থেকেও করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে বাংলার মানুষ।
এই পরিস্থিতিতে বঙ্গবাসীর কথা চিন্তা করে নির্বাচনী প্রচারে রাশ টেনেছিল নির্বাচন কমিশন। তবে কিছু ক্ষেত্রে দেখা গেছে, কমিশনের নির্দেশিকা অমান্য করেই জনসভায় উপছে পড়েছে সাধারণ মানুষের ঢল, তাদের আবার বেশ কয়েকজনকে মাস্কহীন অবস্থায়ও দেখা গেছে।
এরই মধ্যে আবার, মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) পক্ষ থেকে গতকাল নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তোলা হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের দাবি, নির্বাচন কমিশনের কারণেই দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। কমিশনের আধিকারীকদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হতে পারে। তবে এখনই যদি কোন পদক্ষেপ না নেয়, তাহলে ২ রা মে ভোট গণনাও বাতিল করা হতে পারে।
Election Commission of India bans all victory processions on or after the day of counting of votes, on May 2nd. Detailed order soon. pic.twitter.com/VM60c1fagD
— ANI (@ANI) April 27, 2021
মাদ্রাজ হাইকোর্টের এই মন্তব্যের পর কড়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার দিল্লীর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে- ২ রা মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনরকম বিজয় মিছিল করা যাবে না। না ভোট ঘোষণার দিন, না তো তারপর দিন- কোনরকম বিজয় মিছিল হবে না। এমনকি জয়ী প্রার্থী সার্টিফিকেট আনতে যাওয়ার সময়, সঙ্গে করে ২ জনের বেশি লোক নিয়ে যেতে পারবেন না।