বাংলাহান্ট ডেস্ক: ফাঁস হয়ে গিয়েছে তামিল অভিনেতা সিদ্ধার্থের (siddharth) ব্যক্তিগত ফোন নম্বর। তাঁর ফোন নম্বর ফাঁস করার পেছনে নাকি বিজেপির (bjp) আইটি সেলের হাত রয়েছে, এমনি বিষ্ফোরক দাবি করেছেন ‘রঙ দে বসন্তি’ অভিনেতা। টুইটে তামিলনাড়ু বিজেপি ও তামিলনাড়ু বিজেপির আইটি সেলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।
সিদ্ধার্থের দাবি, তাঁর ব্যক্তিগত ফোন নম্বর সোশ্যাল।মিডিয়ায় ফাঁস করে দেওয়া হয়েছে। আর এর জন্য বিজেপির আইটি সেলের বিরুদ্ধেই অভিযোগ এনেছেন তিনি। সেই সঙ্গে তাঁর নম্বর ফাঁস করে দেওয়ার স্ক্রিনশটও প্রমাণ স্বরূপ দিয়েছেন অভিনেতা।
টুইটে সিদ্ধার্থ লিখেছেন, ‘তামিলনাড়ু বিজেপি ও তামিলনাড়ু বিজেপি আইটি সেল আমার নম্বর লিক করে দিয়েছে। গত ২৪ ঘন্টা ধরে আমার ও আমার পরিবারকে উদ্দেশ্য করে ৫০০র ও বেশি হুমকি দিয়ে ফোন এসেছে। খুন ধর্ষণের হুমকি ও গালাগালি দেওয়া হয়েছে ফোনে। বিজেপি লিঙ্ক সহ সব নম্বর রেকর্ড করে পুলিসের কাছে দেওয়া হয়েছে। আমি চুপ করব না। চেষ্টা করে যান।’
এই টুইটে নরেন্দ্র মোদী ও অমিত শাহকেও ট্যাগ করেছেন সিদ্ধার্থ। আরো একটি টুইট করেছেন তিনি। একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, ‘তামিলনাড়ু বিজেপি সদস্যদের করা অনেক সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে এটিও একটি। কাল ওরা আমার নম্বর লিক করেছে ও মানুষকে আমাকে আক্রমণ ও বিরক্ত করতে বলা হচ্ছে।’
https://twitter.com/Actor_Siddharth/status/1387657671826837505?s=19://
দক্ষিণী অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরি সিদ্ধার্থকে সমর্থন করে মুখ খুলেছেন। লিখেছেন, ‘এটা অত্যন্য জঘন্য’। অভিনেতার অনুরাগীরাও তাঁর সমর্থনে সরব হয়েছেন। একটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘এই মানুষটা মেরুদণ্ড সোজা’। #IStandWithSiddgarth হ্যাশট্যাগ ট্রেন্ডিং চলছে টুইটারে।
https://twitter.com/Actor_Siddharth/status/1387653507814072325?s=19
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে সিদ্ধার্থকে। নাগরিকত্ব সংশোধনী আইন বা জামিয়া মিলিয়ার পড়ুয়াদের উপর হামলা, সবের জন্যই বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। এমনকি বর্তমান করোনা পরিস্থিতির জন্যও বিজেপিকেই দায়ী করেছেন সিদ্ধার্থ।