শুধু “দামে কম মানে ভালো” আর তাতেই নেটদুনিয়ার মন জিতে ভাইরাল ‘কাকলী ফার্নিচার’

বাংলা হান্ট ডেস্কঃ কখন যে কি মনে লেগে যায়, তা বলতে পারে না কেউই। ছোটখাটো অনেক ভিডিওই অনেক সময় হয়ে ওঠে দারুন বিখ্যাত। অথচ ঘন্টার ঘন্টা পরিশ্রম করে পেন কপালে ঠুকে ঠুকেও ভাইরাল করানো যায় না কত বুদ্ধিদীপ্ত কন্টেন্ট। একজন পোরখাওয়া ইউটিউবারকে জিজ্ঞেস করলেই বুঝবেন মানুষের ভালো লাগার আসলে কোন থিয়োরি হয় না৷ অনেক কম আয়াসেই হয়তোবা কোন কোন ভিডিও কিম্বা মিম বহু মানুষের মনে ধরে যায়, আবার দিনের পর দিন খেটেও ভাইরাল হয় না ভিডিও। উদাহরণ হিসেবে এমনই একটা ভিডিওর কথা বলা যায়, প্রথমবারের লকডাউনে যা হয়ে উঠেছিল ভয়ঙ্কর বিখ্যাত। “চা খাব না আমরা, খাব না আমরা চা” এই ছোট্ট লাইনটা তখন ফিরছিল মানুষের মুখে মুখে।

আবারও সামনে এলো এমনই এক ভাইরাল ভিডিও। যার ট্যাগলাইন এখন মুখে মুখে ঘুরছে নেট দুনিয়ার দর্শকদের। কি সেই ট্যাগলাইন জানতে চান? “দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার” হ্যাঁ শুধু এটুকুই। আর তাতেই নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে ভিডিওটি। মূলত বাংলাদেশের একটি আসবাবের দোকান এই কাকলি ফার্নিচার। তাদের বিজ্ঞাপনের জন্যই নিজেদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে তারা। ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি বাচ্চা মেয়ে বসে রয়েছে রকিং চেয়ারে। আর দুলতে দুলতে বলে চলেছে একই কথা, “দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার” কখনো বা দেখা যাচ্ছে একটি বিছানার উপর লাফাচ্ছে তারা আর মুখে রয়েছে সেই একই ট্যাগলাইন।

https://m.facebook.com/story.php?story_fbid=776639686569019&id=100026689834683&sfnsn=ওইওস্পম

 

আর এতেই বাজিমাত। নেট দুনিয়া দর্শকদের রীতিমতো মন কেড়ে নিয়েছে এই ভাইরাল ভিডিও। এখনও পর্যন্ত ৮ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন ভিডিয়োটি। শেয়ার করেছেন প্রায় ২৩ হাজার। কমেন্ট করেছেন প্রায় ১৯ হাজার মানুষ। শুধু তাই নয়, ভিডিও নিয়ে বানানো নানান মিমে এই মুহূর্তে ছেয়ে গিয়েছে ফেসবুক। কখনো দেখা যাচ্ছে দ্য গ্রেট খালিকে। বিখ্যাত একটি সিমেন্ট কোম্পানির সিমেন্টের বিজ্ঞাপনের বিশেষ অংশ কেটে তৈরি করা হয়েছে মিম। যেখানে গ্রেট খালি বলছেন, “প্রথমে আমি যে খাটে শুতাম সেই খাঁটি ভেঙে যেতো। আর তারপর পাশের বাড়ির কাকিমা আমাকে বলল কাকলি ফার্নিচার খাট কিনতে। এখন আমি খাটের উপর দুবেলা ডাব্লিউডাব্লিউই খেলি।”

189372166 561553761899649 97086532732976213 n

 

https://m.facebook.com/story.php?story_fbid=139174928198862&id=100063190650613&sfnsn=wiwspmo

কোথাও দেখা যাচ্ছে কমিক চরিত্র মিস্টার বিনকে। তার খাটের উপর লাফানো একটি দৃশ্যকে ব্যবহার করে পিছনে চালিয়ে দেওয়া হয়েছে “দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার” এই ভয়েসওভার। তবে সবচেয়ে বড় কথা হল এটি ভীষণ খুশি বাংলাদেশের ওই আসবাব দোকানি। মজা করে নিজের পেজ থেকে প্রায় সমস্ত মিম শেয়ারও করছেন তিনি। শুধু তাই নয় সকলকে ধন্যবাদ দিয়ে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই কলকাতাতেও একটি আউটলেট খোলা হবে কাকলি ফার্নিচারের। একেই বলে স্পোর্টিং মানসিকতা।

Abhirup Das

সম্পর্কিত খবর