বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুলিশ আর পাঞ্জাব পুলিশের সংযুক্ত অভিযানে মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী এনকাউন্টারে (Kolkata Encounter) নিকেশ হয়েছে। অভিযুক্তদের নাম জয়পাল ভুল্লর আর জ্যাসসি খরড় বলে জানা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পাঞ্জাব পুলিশের দুই আধিকারিকের হত্যায় অভিযুক্ত এঁরা।
এসটিএফ-এর টিম কলকাতার নিউটাউনের শাপুরজির আবাসনে এই দুই দুষ্কৃতীর লুকিয়ে থাকার খবর পাওয়ার পর তল্লাশি চালাতে যায়। তাঁদের খোঁজ চালাতে পুলিশের টিম আবাসনে ঢোকা মাত্রই গোলাগুলি শুরু হয়ে যায়। এরপর পুলিশের যৌথ টিমও পাল্টা জবাব দেয়। পুলিশের গুলিতে দুই সন্ত্রাসীই মারা যায়। একজন পুলিশ কর্মীও এই ঘটনায় আহত হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জয়পাল ভুল্লরের মাথার দাম ১০ লক্ষ আর জ্যাসসির মাথার দাম ৫ লক্ষ টাকা রাখা হয়েছিল।
দুজনেই পাঞ্জাবের A ক্যাটাগরির গ্যাংস্টার ছিল। এঁরা পাকিস্তান থেকে মাদক দ্রব্য ভারতে চোরাচালানে যুক্ত ছিল। ঘটনাস্থল থেকে চারটি পিস্তল উদ্ধার হয়েছে। জয়পাল ভুল্লরের বিরুদ্ধে ৪০-এর উপরে মামলা দায়ের ছিল বিভিন্ন রাজ্যে। পাঞ্জাব আর রাজস্থানে অনেক ব্যাঙ্ক ডাকাতিতে যুক্ত ছিল তাঁরা।