নিজের বিবাহবিচ্ছেদের জন্য বিজেপিকে দায়ী করলেন কেজরীবালের দলের কাউন্সিলর

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাট থেকে আশ্চর্যকর মামলা সামনে আসছে। সেখানে আম আদমি পার্টির কাউন্সিলর রুতা দুধগরা নিজের স্বামী চিরাগের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য বিজেপিকে দায়ী করেছেন। সুরাট নগর নিগমের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রুতা দাবি করেছেন যে, বিজেপির বিধায়ক ওনাকে বিজেপিতে যুক্ত হওয়ার জন্য ৩ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। রুতা অভিযোগ করে বলেছেন, তিনি বিজেপিতে যোগ দিতে অস্বীকার করায় তাঁর স্বামী চিরাগকেও একই প্রস্তাব দেওয়া হয়। আর এই নিয়ে দুজনের মধ্যে বিবাদ হয়। রুতা জানান, ওনার স্বামী আর বিজেপি বিধায়কের সঙ্গে ২৫ লক্ষ টাকার চুক্তি হয়েছিল।

রুতা বলেন, ‘আমি নিজের স্বামীর বদলে ভোটারদের বেছে নিয়ে তাঁকে ডিভোর্স দিয়েছি।” AAP কাউন্সিলরের এই অভিযোগের পর গুজরাটের রাজনীতিতে বড়সড় ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। AAP কাউন্সিলর জানান, ‘আমি কোনদিনও বিজেপিতে যাব না। ভোটাররা আমার উপর বিশ্বাস রেখেছে, আমি কোনদিনও ওদের সঙ্গে প্রতারণা করতে পারব না।”

যদিও বিজেপির বিধায়ক ঝালাবাডিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন AAP আমাকে বদনাম করার জন্য এই ষড়যন্ত্র করছে। বিজেপির বিধায়ক জানান, উনি না AAP কাউন্সিলরকে কোনও প্রস্তাব দিয়েছেন, আর না ওনার স্বামীর সঙ্গে কোনও যোগাযোগ করেছেন।

AAP কাউন্সিলর স্বামীকে ডিভোর্স দেওয়ার পর নিজের সমস্ত দামি সামগ্রী স্বামীর থেকে ফেরত নেওয়ার জন্য আইনি বিকল্প বেছে নিয়েছেন। ওনার ওই দামি সামগ্রীর মধ্যে ওনার মার্কশিট, পরিচয়পত্র, ল্যাপটপ এবং গহনা যুক্ত আছে। AAP কাউন্সিলর দাবি করেন, আমার স্বামী যখন বেকার ছিল তখন আমি তাঁকে ৭ লক্ষ টাকা দিয়েছিলাম। এছাড়াও আমার ৯০ গ্রাম সোনার গহনাও তাঁর কাছে রয়েছে। রুতা জানান, টাকা-পয়সা আমি ছেড়ে দেব, কিন্তু গহনা আমার লাগবেই।


Koushik Dutta

সম্পর্কিত খবর