করোনায় কাড়ল আরও একটি প্রাণ, এবার প্রয়াত গোসাবার তৃণমূল বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ করোনায় সাধারণ মানুষের পাশাপাশি অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদেরও প্রাণ কেড়েছে। নির্বাচনের আগেই দুজন প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। এমনকি ফলাফল ঘোষণার ঠিক আগে খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহাও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ভোটে জয়ও তাঁর দেখে যাওয়া হয়নি। আর এবার করোনায় আরও এক রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাণ হারালেন।

দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর এবার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। আজ রাত ৮টা ২০ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওনার এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য রাজনীতিতে। ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরই তিনি করোনার আক্রান্ত হন। এছাড়াও ওনার আরও অনেক শারীরিক সমস্যা ছিল। গত একমাস ধরে করোনার সঙ্গে লড়াই করার পর শুক্রবার ওনার রিপোর্ট নেগেটিভ আসে বলে জানা যায়।

২০১১ সাল থেকে গোসাবা আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। পরপর তিনবারই জয় হাসিল করে বিধায়ক হন জয়ন্ত নস্কর। এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয়ও ছিলেন তিনি। ভোটযুদ্ধে প্রতদ্বন্দ্বিকে হারাতে সক্ষম হলেও মারণ এই ভাইরাসকে হারাতে পারলেন না তিনি। আর সেই কারণে দীর্ঘ একমাস করোনার বিরুদ্ধে লড়াই করে করোনা জয়ী হয়েও না ফেরার দেশে চলে গেলেন বিধায়ক।


Koushik Dutta

সম্পর্কিত খবর