বাংলাহান্ট ডেস্কঃ শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মদন মিত্রের (madan mitra) এলাকা। তৃণমূল কার্যালয়ে ঢুকে শাসকদলের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল কামারহাটিতে (kamarhati)। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল বিধায়ক মদন মিত্র।
ঘটনাটি ঘটে শনিবার কামারহাটি বিধানসভা এলাকার ২২ নম্বর ওয়ার্ডে। রাত প্রায় ১০ টা নাগাদ বিভার মোড়ে দলীয় কার্যালয়ে বসে কথাবার্তা বলছিলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। অভিযোগ উঠেছে, আচমকাই সেখানে ৭ থেকে ৮ টি বাইক করে এসে দুষ্কৃতিরা ঢুকে পড়েন কার্যালয়ের ভেতরে। তৃণমূল কর্মীদের মারধর করে, তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে সেই দুষ্কৃতিরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই সমস্ত ঘটনাটা ঘটে যায় এবং সেখান থেকে চম্পট দেয় বাইক বাহিনী।
গুলি এবং চেঁচামেচির আওয়াজ শুনে বেরিয়ে আসেন স্থানীয়রা। তৃণমূল কর্মী মানস বর্ধনের গায়ে গুলি লাগে এবং বন্ধুকের বাট দিয়ে শুভ গায়েনের মাথা ফাটিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন বিধায়ক মদন মিত্র এবং বেলঘরিয়া থানায় পুলিশ। আহতদের প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার হলে, তারপর সেখান থেকে বেসরকারী নার্সিংহোমে স্থানারত করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপির দিকে অভিযোগের তীর ছুঁড়ে দিয়ে মদন মিত্র বলেন, ‘উত্তর ২৪ পরগণা থেকে শেষ হয়ে গিয়েছে বিজেপি- একথা বুঝতে পেরেই আমাদের দলের মধ্যে কতগুলো ওদের দালাল তৈরি করেছে। দুপয়সার মস্তান সব এগুলো। এবার থেকে আমরা পাড়ার মোড়ে নাইট গার্ড দেব, দেখি কে কিভাবে ঢুকতে পারে’।
ঘটনায় আতঙ্ক ছড়াতেই গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও অবধি এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত জারি রেখেছে পুলিশ। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার বিকেলে কোভিড বিধি মেনেই মিছিলের ডাক দিয়েছেন মদন মিত্র।