সপ্তাহ জুড়ে চলবে বর্ষা, উত্তরবঙ্গে কিছুক্ষণ পরেই হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার সকাল থেকে বাংলার বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাতের পর সোমবার আবহাওয়ার (weather) কিছুটা হলেও উন্নতি হয়েছে। সকাল সকাল রোদের উপস্থিতি চোখে পড়ার মতন। আকাশে কালো মেঘের ঘনঘটাও সেভাবে আর দেখা যাচ্ছে না। তবে আজ এবং আগামী ২-৩ দিন বিক্ষিপ্তভাবে বাংলার বেশকিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস এখনও জারি রয়েছে।

টানা বৃষ্টিতে বাংলার উত্তরের বেশকিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ধস নামারও সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেই বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও, স্বস্তির বার্তা দিচ্ছে না আবহাওয়া দফতর (weather office)। এখনও কিছুদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্ভাবাস রয়েছে উত্তরের জেলাগুলোতে। পাশাপাশি দক্ষিণেও থাকছে হালকা বৃষ্টির পূর্বাভাস।

bbvbvbvv

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা89%
বাতাস5 km/h
মেঘে ঢাকা87%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে মালদহ এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। অন্যদিকে, কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে এবং বীরভূম ও মুর্শিদাবাদে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

in heavy rain

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকার পাশাপাশি, দক্ষিণের জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর