বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পর, বাংলার (west bengal) পরিস্থিতি কেমন আছে, তা নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) দারস্থ হচ্ছেন বঙ্গ বিজেপি (bjp) সাংসদরা। আগেই এই বিষয়ে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেও, এবার বিরোধীদের বিরুদ্ধে জোরালো আক্রমণ করতে মাঠে নামছে গেরুয়া শিবির।
২ রা মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই, উত্তপ্ত হয়ে ওঠে বাংলার পরিস্থিতি। ‘ভোট পরবর্তী অশান্তি’র অভিযোগে প্রথম থেকেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। শাসক দলের অত্যাচারের কথা বারবার তুলে ধরেছেন প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে।
সূত্রের খবর, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে (PMO) আবেদনও করেছেন বাংলার সাংসদরা। প্রধানমন্ত্রীর থেকে একটু সময় চেয়ে এই আবেদন জানিয়েছেন তাঁরা। তবে এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। জানা গিয়েছে, সোমবার বা মঙ্গলবার এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হতে পারে বাংলার সাংসদদের।
তবে রাজ্যের বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগ করেই থেমে নেই গেরুয়া শিবির। আগামী ১৬ ই আগস্ট তৃণমূলের পক্ষ থেকে ‘খেলা হবে’ দিবসের ঘোষণা করা হলে, তার পাল্টা দিতে ৯ ই অগাস্ট থেকে ১৬ ই অগাস্ট ‘পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ’ পালন করবে পদ্ম শিবির- এমনটা জানা গিয়েছে। পাশাপাশি আরও কর্মসূচী রয়েছে বিজেপির।