টানা বৃষ্টি জারি উত্তরবঙ্গে, বন্যা এবং ধস নামার সম্ভাবনা, সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে, এমনটাই জানালো আবহাওয়া দফতর (weather office)। ভারী বৃষ্টির জেরে, নদীর জলস্তর বেড়ে গিয়ে বন্যার পাশাপাশি ধস নামারও আশঙ্কা রয়েছে। বিভিন্ন এলাকায় জারী হয়েছে সতর্কতা। পাশাপাশি দক্ষিণে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 33° C
সর্বনিম্ন তাপমাত্রা 28° C
আদ্রতা 89%
বাতাস 14 km/h
মেঘে ঢাকা 87%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে মাঝেমধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার জেরে কমলা সতর্কতা এবং মালদা, দুই দিনাজপুরে হালকা বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারী করেছে হাওয়া অফিস। শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে জারী করেছে কমলা সতর্কতা। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারী হলুদ সতর্কতা।

পাশাপাশি শনিবার এবং রবিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় কয়েকবার বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

X