বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) চার কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। সকাল ৭ টা থেকেই শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। করোনা আবহে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট সম্পন্ন করা একটা কঠিন চ্যালেঞ্জের বিষয় নির্বাচন কমিশনের কাছে। সেই কারণে প্রতিটি কেন্দ্রেই মোতায়েন রয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী।
তবে সকালের শুরতেই খড়দহ (Khardah) কেন্দ্র থেকে সমস্যার সম্মুখীন হলেন বিজেপি প্রার্থী জয় সাহা এবং তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ও। বুথে ঢুকতে দেওয়া হল না শোভনদেব চট্টোপাধ্যায়কে এবং অন্যদিকে বুথে গিয়েই ‘গো-ব্যাক’ স্লোগান শুনতে হল জয় সাহাকে।
স্পর্শকাতর হওয়ায় খড়দহ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ২০ কোম্পানি বাহিনী। নির্বাচনের শুরুতেই সকালে ভোটকেন্দ্র কল্যাণনগর বিদ্যাপীঠে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু তাঁকে ভেতরে ঢুকতে দিল না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এমনটাই অভিযোগ করেন এই বর্ষীয়ান তৃণমূল নেতা।
শোভনদেববাবু অভিযোগ করেন, ‘আমার কাছে প্রার্থীর পরিচয়পত্র থাকলেও, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অন্যান্য পরিচয়পত্র দেখার দাবি জানায়। নিরাপত্তা কর্মীরা ভোটারদের কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট দেখতে চাইছে। এটা চাওয়ার তো অধিকার নেই ওদের’। এই সমস্ত অভিযোগ করে সেখানে উপস্থিত জওয়ান এবং ভোটকর্মীদের সঙ্গে বচসায় জড়ান শোভনদেববাবু।
অন্যদিকে, সকাল প্রায় ৮ টা নাগাদ খড়দহ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৯২ নং বুথে ঢুকতে গেলে, বাধাপ্রাপ্ত হন বিজেপি প্রার্থী জয় সাহা। এই বিষয়ে জয় সাহা অভিযোগ করেন, ‘বুথের সামনে দাঁড়িয়ে তৃণমূলের লোকজন স্লোগান দিচ্ছিল, যা নিয়ম বিরুদ্ধ। আর আমি তা বারণ করতে গেলেই, তাঁরা আমার দিকে তেড়ে আসে। আর আমার বিরুদ্ধে ”গো ব্যাক” শ্লোগান দিতে থাকে। এসমস্ত হলে সুষ্ঠভাবে ভোট সম্ভব নয়, আমি সবটাই নির্বাচন কমিশনকে জানাব’।