বাংলাহান্ট ডেস্কঃ বাড়তে থাকা জিনিসপত্রের দাম দেখে, মাথায় হাত মধ্যবিত্তের। ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে, পেট্রোল-ডিজেল সবেতেই যেন আগুন। যাতেই হাত দিতে যাওয়া হয়, তাই আকাশ ছোঁয়া হয়ে যায়। এই পরিস্থিতিতে আরও এক সংকটের মধ্যে রয়েছে মধ্যবিত্ত। ক্রমবর্ধমান রান্নার তেলের দাম দেখে, এবার খাওয়া দাওয়া বন্ধ করার পথে সাধারণ মানুষ।
তবে এবার দীপাবলির আগেই মধ্যবিত্তের হেঁশেলের যন্ত্রণা লাঘব করতে সুখবর দিল ভোজ্য তেল উৎপাদনকারী সংস্থাগুলির সংগঠন এসইএ। জানা গিয়েছে, প্রতি কেজিতে ৩-৫ টাকা দাম কমবে ভোজ্য তেলের। দীপাবলিতেই মধ্যবিত্তের জন্য এই সুখবর দিল সংস্থা। এতে করে কিছুটা হলেও মধ্যবিত্তের চাপ কমবে বলে মনে করা হচ্ছে।
এখানেই শেষ নয়, ভোজ্য তেল উৎপাদনকারী সংগঠন সলভেন্ট এক্সট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিবৃতি জারি করে আরও বলা হয়েছে, এবার দীপবলির কথা মাথায় রেখেই প্রতি টন ভোজ্য তেলের দাম কমানো হবে ৩০০০-৫০০০ টাকা।
তবে এটাই প্রথম নয়, এর আগে কেন্দ্র সরকার এই রান্নার তেলের দাম কমানোর একটা পদক্ষেপ নিয়েছিল। মধ্যবিত্তের চাপের কথা মাথায় রেখে কমানো হয়েছিল তেলের দাম। গত ৩১ শে অক্টোবর বাদাম, সরষে ও সূর্যমুখী তেলের দামের কোন পরিবর্তন না হলেও কমেছিল পাম ওয়েল, সোয়াবিন তেলের দাম।
সোয়াবিন তেলের দাম প্রতি কেজি ১৫৫.৬৫ টাকা থেকে কমে হয়েছিল ১৫৩ টাকা। আর পাম ওয়েলের দাম ২১.৫৯ শতাংশ কমে গিয়ে, কেজি প্রতিতে ১৬৯.৬ টাকা থেকে কমে হয়েছিল ১৩২.৯৮ টাকা। তবে এবার সমস্ত তেলের দামই কমবে বলে মনে করা হচ্ছে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…