বয়স ভুলে রণবীর কাপুর-সিংদের নকল করছেন শাহরুখ, বিষ্ফোরক পরিচালক মহেশ মঞ্জরেকর

বাংলাহান্ট ডেস্ক: শেষবার ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে (shahrukh khan)। বক্স অফিসে একটা আঁচড়ও কাটতে পারেনি সে ছবি। তিন বছর পর যাও বা কামব‍্যাকের পরিকল্পনা করলেন সেখানেও ফাঁড়া। কিং খানের ভাগ‍্যটাই খারাপ যাচ্ছে। এর মধ‍্যেই আবার অভিনেতা তথা পরিচালক মহেশ মঞ্জরেকর (mahesh manjrekar) দাবি করলেন, শাহরুখ অন‍্য তরুণ অভিনেতাদের নকল করে করেই নিজের কেরিয়ারটা নষ্ট করলেন।

পরিচালকের মতে, শাহরুখ নিজের প্রতিভার প্রতি অবিচার করছেন। তবে তাঁর পূর্ণ বিশ্বাস আছে অভিনেতার উপর। তাঁর বক্তব‍্য, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে সম্পূর্ণ অন‍্য রকম কিছু করার চেষ্টা করা উচিত শাহরুখের। তবেই তিনি সফল হবেন।

Shahrukh Khan sad
সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে মহেশ মঞ্জরেকর বলেন, “শাহরুখ খান নিজের প্রতিভার প্রতি সুবিচার করেননি বলে আমার মত। সমস‍্যাটা হচ্ছে ওঁরা নিজের খোলসটা ভাঙতে চান না। ওঁরা ওই কমফোর্ট জোনটাতেই থাকতে চান যে আমার এই ছবিটা হিট হয়েছে। আমি লাভার বয়ই থাকব।”

তিনি আরো বলেন, যে চরিত্রটা রণবীর কাপুর বা রণবীর সিংয়ের মতো অভিনেতারা করছেন শাহরুখও সেটাই করছেন। তাহলে দর্শক শাহরুখকে কেন দেখবেন? পরিচালকের মতে, কিং খানের এমন একটা চরিত্র করা উচিত যেটা দেখে দর্শকদের মনে থাকবে যে হ‍্যাঁ, এটা শাহরুখ খান করেছিলেন। নিজের বয়সের সঙ্গে মানানসই একেবারে ভিন্ন ধরনের চরিত্র করা উচিত তাঁর। মহেশের কথায়, “শাহরুখ একজন দুর্দান্ত অভিনেতা”।

সলমন খান ও আয়ুষ শর্মার আগামী ছবি ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’এর পরিচালনা করেছেন মহেশ মঞ্জরেকর। সলমনের ভগ্নীপতি আয়ুষের প্রশংসা করে তিনি বলেন, লম্বা রেসের ঘোড়া আয়ুষ। আগামী ২৬ নভেম্বর প্রেক্ষাগৃহ এবং OTT প্ল‍্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ছবিটি।

Niranjana Nag

সম্পর্কিত খবর