নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুছিয়ে নামছে আফগানরা, রইল কাবুলিওয়ালাদের সম্ভাব্য একাদশ

বাংলা হান্ট ডেস্কঃ  রবিবাসরীয় মহাযুদ্ধে গোটা ভারতবর্ষ টিটোয়েন্টি বিশ্বকাপের যে ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে তা হল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান। কারন মাইটি নিউজিল্যান্ড ভারতকে হারানোর এই মুহূর্তে শেষ চারে পৌঁছানোর সবচেয়ে বড় দাবিদার তারাই। কিন্তু আফগানিস্তান যদি কোনভাবে আজ ব্ল্যাক ক্যাপসদের পর্যুদস্ত করতে পারে তাহলে নেট রানরেটের নিরিখে ফের একবার সেমিওর রাস্তা খুলে যেতে পারে ভারতের জন্য। এমতাবস্থায় আজ উইলিয়ামসনদের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে আফগান বাহিনী সেদিকেই নজর থাকবে সকলের।

অবশ্য গত দুই ম্যাচে আফগানিস্তানের অন্যতম মূল অস্ত্র মুজিব উর রহমান বাইরে থাকায় কিছুটা দুর্বল মনে হয়েছিল আফগান বাহিনীকে তবে বর্তমানে চোট সারিয়ে পুরোপুরি সুস্থ তিনি তাই স্বাভাবিক ভাবেই আবুধাবিতে দলে ফিরতে পারেন তিনি। আর মুজিব রশিদ একসাথে আক্রমন সামলালে তার ঝাঁঝ যে কয়েক গুন বেড়ে যাবে এ নিয়ে কোন সন্দেহ নেই।

যদিও আফগানিস্তানের জন্য খারাপ খবর হল আবুধাবিতে এই ম্যাচ হতে চলেছে দুপুর সাড়ে তিনটে থেকে তাই শিশির এখানে তেমন বড় ফ্যাক্টর হয়ে কাজ করবে না।  তবে একথা বলাই বাহুল্য যে আবুধাবিতেও যথেষ্ট পরিমানে ঘুরবে রিস্ট স্পিনার রশিদ খান এবং রহস্য স্পিনার মুজিবের বল। আর কিউয়ি মিডিল অর্ডার যে তেমন ফর্মে নেই তা বোঝা গিয়েছিল স্কটল্যান্ড ম্যাচেই। এমতাবস্থায় স্পিন আক্রমণের খেল একবার জমে উঠলে তা সামাল দেওয়া যথেষ্ট কঠিন হবে উইলিয়ামসন ব্রিগেডের কাছে। সুযোগ খুব বেশি না থাকলেও আজ নিজেদের যোগ্য প্রমাণ করতে হলে বড় পরীক্ষা দিতে হবে রশিদদের।

Mujeeb Ur Rahman a

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ:

হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, নবীন-উল হক/মুজিব উর রহমান, হামিদ হাসান

 

 

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর