বাংলাহান্ট ডেস্ক: নিজের আবাসনেই প্রতিবেশীদের কটুক্তি, আক্রমণের শিকার হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। পথ কুকুরদের যত্ন করা, তাদের দেখভাল করার জন্য প্রতিবেশীদের তীব্র নিন্দার মুখে পড়েছিলেন তিনি। এবার শ্রীলেখার পাশে দাঁড়ালেন ইন্ডাস্ট্রিতে তাঁর সতীর্থ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (ditipriya roy)। ঘটনার তীব্র নিন্দা করে সমস্ত পশুপ্রেমীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন পর্দার ‘রাণীমা’।
নেটমাধ্যমে লাইভ ভিডিও শেয়ার করে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রীলেখা। অভিনেত্রীর সেই ভিডিওর প্রসঙ্গেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আরেকটি একটি ভিডিও বার্তা দিয়েছেন দিতিপ্রিয়া। তিনি বলেছেন, ২০১৯ সাল থেকে পশুপ্রেমী হওয়ার জন্য শ্রীলেখাকে হেনস্থা হতে দেখছেন তিনি।
তিনি শুধুমাত্র পথ কুকুরদের ভালবেসে খাওয়ান, যত্ন করেন, তার জন্য নিজের অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের আক্রমণের শিকার হতে হয়েছে তাঁকে। শ্রীলৈখার শেয়ার করা ভিডিওতে বলা হয়েছে কুকুরদের বিষ দিয়ে মারা হবে। দিতিপ্রিয়ার মতে, এখন বিষয়টা রীতিমতো সিরিয়াস হয়ে উঠেছে। শ্রীলেখা অসহায় কুকুরদের পাশে আছেন। যারা পশুপ্রেমী, কুকুরপ্রেমী তাদেরই শ্রীলেখার পাশে দাঁড়াতে হবে। এ ধরনের ঘটনা এবার বন্ধ হওয়া দরকার।
বয়সে শ্রীলেখার থেকে অনেক ছোট দিতিপ্রিয়া। কিন্তু তিনি নিজেও একজন পশুপ্রেমী। বাড়িতে তাঁর পোষ্য রয়েছে। শ্রীলেখার কষ্ট তাই ছুঁয়ে গিয়েছে দিতিপ্রিয়াকেও। ‘রাণী রাসমণি’ অভিনেত্রীর এই পদক্ষেপে প্রশংসা করেছেন নেটিজেনরাও।
জানা গিয়েছে, শ্রীলেখার আবাসনের নীচে একটি কুকুর তাঁরই আবাসনের একটি বাচ্চা মেয়েকে কামড়ায়। ঘটনার ক্ষোভ গিয়ে পড়ে শ্রীলেখার উপরে। হুমকি দেওয়া হয়, কুকুরটিকে বিষ দিয়ে মেরে ফেলা হবে। শ্রীলেখা প্রতিবাদ জানালে তাঁর ফ্ল্যাটের সামনেও আবর্জনা ফেলা হবে বলে হুমকি দেন প্রতিবেশীরা।
গোটা ঘটনা ফেসবুক লাইভে বলতে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেলেন শ্রীলেখা। আবাসনের নিরাপত্তারক্ষীও স্বীকার করেন, যার মেয়েকে কুকুরটি কামড়েছে তিনি বিষ দিয়ে কুকুরটিকে মেরে ফেলার কথা বলেছেন। এমনকি এমন ঘটনা দ্বিতীয় বার ঘটলে নিরাপত্তারক্ষীর পারিশ্রমিক থেকেও ৫০০ টাকা কেটে নেওয়ার কথা বলা হয়েছে।
শ্রীলেখা কাঁদতে কাঁদতে বলেন, তিনি হেরে গিয়েছেন। এত নেতিবাচকতা নিয়ে আর বাঁচতে পারছেন না। তিনি আরো জানান, সব সারমেয়কে প্রতিষেধক দেওয়া তাঁর। সম্ভবত খেলার ছলে বাচ্চা মেয়েটিকে কামড়ে দিয়েছে কুকুরটি। কিন্তু প্রতিবেশীরা সে কথা শুনতেই রাজি নন। নিজের কেনা ফ্ল্যাট শেষমেষ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলেখা।