‘বোনুয়া’র বদলে এবার ‘বোনিলা’, মিমিকে সরিয়ে ঋতাভরীই এখন নুসরতের কাছের মানুষ!

বাংলাহান্ট ডেস্ক: নায়িকরাও যে বন্ধু হতে পারেন তার নিদর্শন ছিলেন মিমি চক্রবর্তী (mimi chakraborty) ও নুসরত জাহান (nusrat jahan)। ছিলেন বললাম কারণ এখন আর আগের সেই বন্ধুত্বটা নেই, অন্তত তেমনটাই আভাস মেলে দুই অভিনেত্রী তথা সাংসদের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেল থেকে।

রাজনীতিতে আসার আগে থেকেই বন্ধু, বলা ভাল ‘বোনুয়া’ ছিলেন মিমি নুসরত। নুসরতের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে পাশে ছিলেন মিমি। একসঙ্গে সংসদে শপথ গ্রহণও করেছেন দুজনে। গত বছর পুজো পর্যন্ত তাঁদের বন্ধুত্ব চোখে পড়েছে সোশ‍্যাল মিডিয়ায়। যশের সঙ্গে নুসরতের পরোক্ষ প্রেমপর্বের মাঝে ঢুকে কমেন্টও করেছিলেন মিমি। কিন্তু তারপরেই হঠাৎ ছন্দপতন। এখন আর একে অপরের পোস্টে কমেন্ট করতে দেখা যায় না তাঁদের। বরং ইন্ডাস্ট্রিতে নতুন বন্ধু খুঁজে নিয়েছেন নুসরত।

hqdefault 21
প্রেগনেন্সির সময়ে শ্রাবন্তী ও তনুশ্রীকে নুসরতের পাশে দেখা গিয়েছে। একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা, পার্টি করেছেন। মাঝে মাঝে খাবার রান্না করে পাঠিয়েছেন অবশ‍্য মিমি। কিন্তু আগের মতো অত গাঢ় বন্ধুত্ব যে আর নেই তাঁদের তা স্পষ্ট বোঝা গিয়েছে।

nusrat jahan and mimi chakraborty 1559128419
আজ থেকে শুরু হচ্ছে নুসরতের নতুন সফর। অভিনেত্রী, সাংসদের পাশাপাশি এবার সঞ্চালিকা হয়েও আসছেন তিনি। ‘ইশক উইথ নুসরত, ভালবাসায় বোল্ড’, নতুন শো নিয়ে ইউটিউবে আসছেন অভিনেত্রী। অতিথিদের তালিকায় রয়েছেন ‘স্বামী’ যশ দাশগুপ্ত, ঋতাভরী চক্রবর্তী, মদন মিত্ররা। কিন্তু তালিকায় নেই নুসরতের এক সময় কার ঘনিষ্ঠ মিমি।

798525 mimiinstagram
খবর মিলেছে, ইন্ডাস্ট্রিতে এখন নুসরতের ঘনিষ্ঠ ঋতাভরী, সুস্মিতা চট্টোপাধ‍্যায়রা। নুসরতকে ‘বোনিলা’ বলে ডাকেন ঋতাভরী। সুস্মিতাও নিজেকে নুসরত ছোট বোনের মতোই ভাবেন। অপরদিকে মিমিও কম যান না। তাঁর এখন ঘনিষ্ঠতা বেড়েছে বিজেপির পার্নো মিত্রর সঙ্গে। সোশ‍্যাল মিডিয়াতেই প্রমাণ মেলে দুজনের বন্ধুত্বের। টলিপাড়ার দুই ‘বোনুয়া’ কি সত‍্যিই আলাদা হয়ে গেলেন? নেটিজেনদের প্রশ্নের এখনো সরাসরি উত্তর দেননি কেউই।

Niranjana Nag

সম্পর্কিত খবর