বাংলাহান্ট ডেস্কঃ একট সময় সিঙ্গুর (singur) ছিল সংবাদের শিরোনাম। অনেক লড়াই অনেক কষ্টের পর সেখান থেকে টাটা গোষ্ঠীকে সরাতে সক্ষম হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এবার সেই সিঙ্গুরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগে বিজেপি নেতৃত্বরা।
কদিন আগেই এই সিঙ্গুরেই ৭২ ঘণ্টায় ধর্নায় বসেছিল বিজেপি। সেই ধর্না মঞ্চ থেকে তৃণমূলকে একের পর এক তোপ দেগেছিল বিজেপি শিবির। আর এবার সেই স্থানকেই গোবর জল দিয়ে শুদ্ধ করল তৃণমূল শিবির। নেতৃত্ব দিলেন মন্ত্রী বেচারাম মান্না।
কৃষকদের ক্ষতিপূরণ-সহ সাত দফা দাবিতে ধর্নায় বসেছিল বিজেপি শিবির। সারের ন্যায্য দাম থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ সহ ৭ দফা দাবিতে সিঙ্গুরের গোপালনগরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে মঙ্গলবার থেকে ৩ দিনের ধর্না সভা ছিল বিজেপির। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, মহাদেব সরকার, অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা, অশোক দিন্দা সহ অনেকেই।
বিজেপির ধর্না সভা শেষ হতেই সেই স্থানকে শুদ্ধিকরণ করল তৃণমূল। শুক্রবার সকাল থেকেই একাধিক পোস্টার পড়তে দেখা যায় ওই স্থানে। লেবু, লঙ্কা, ঝাঁটা, গোবর নিয়ে সেখানে সকাল সকাল হাজির হন এলাকার মহিলারা। প্রথমে ওই স্থানে ঝাড়ু দিয়ে তারপর গোবর দিয়ে চলে শুদ্ধিকরণের পালা।
এই বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘আন্দোলনের মাটি হল সিঙ্গুরের মাটি। এখানে লড়াইয়ের সাক্ষী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নার মাধ্যমে ওই মাটিকে বিজেপি অশুদ্ধ করে দিয়েছে। তাই এইভাবে শুদ্ধিকরণ করা হল’।