হিন্দু দেবদেবীদের সম্পর্কে অপমানজনক সংলাপ, ‘লভ জিহাদ’ এর অভিযোগ তুলে বয়কটের ডাক ‘অতরঙ্গি রে’কে

বাংলাহান্ট ডেস্ক: ফের নেটিজেনদের রোষের মুখে বলিউডি ছবি। লভ জিহাদের (love jihad) অভিযোগ উঠল অক্ষয় কুমার (akshay kumar), সারা আলি খান (sara ali khan) ও ধনুষ অভিনীত ছবি ‘অতরঙ্গি রে’র (atrangi re) বিরুদ্ধে। পরিচালক আনন্দ এল রাইয়ের এই ছবিতে লভ জিহাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে নেটমাধ‍্যমে।

গত ২৪ ডিসেম্বরে OTT প্ল‍্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে এই ছবি। তবে এতদিন ছবিটি নিয়ে কোনো বিতর্ক না হলেও গণ্ডগোল শুরু হয় মঙ্গলবার। টুইটারে অতরঙ্গি রে ছবির বিরুদ্ধে লভ জিহাদের অভিযোগ তুলে বয়কটের ডাক দেওয়া হয়েছে ছবিটিকে। নেটনাগরিকদের একাংশ অভিযোগ করেছে, ছবিতে লভ জিহাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে।

Chaka Chak Song from The Movie Atrangi Re
ছবির গল্প অনুযায়ী, সাজ্জাদ আলি খানের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। রিঙ্কুর চরিত্রে রয়েছেন সারা। বিশু অর্থাৎ ধনুষের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয় তাঁর। কিন্তু সারা পরে প্রেমে পড়েন অক্ষয়ের। মূলত ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই এই ছবি। নেটনাগরিকদের অভিযোগ, ছবিতে মুসলিম ছেলে ও হিন্দু মেয়ের প্রেমকেই আসল বলে দেখানো হয়েছে।

Boycott Atrangi Re
অভিযোগ আরো রয়েছে। অতরঙ্গি রে ছবিতে নাকি ‘হিন্দুফোবিয়া’ অর্থাৎ হিন্দুদের বিরুদ্ধে ঘৃণাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। হিন্দু দেবদেবীদের অপমান করে সারার কিছু সংলাপ নিয়েও আপত্তি জানানো হয়েছে। তবে এ বিষয়ে ছবি নির্মাতাদের তরফে কোনো মন্তব‍্যই করা হয়নি।

https://twitter.com/Rajput_Ramesh/status/1475800527283707908?t=9jjCmWmyAoa4_k5EpMKuEw&s=19

উল্লেখ‍্য, অতরঙ্গি রে ছবির পরিচালনা করেছেন আনন্দ এল রাই। অভিনয় দেখার আগেই ‘চকা চক গার্ল’ নামে খ‍্যাতি পেয়েছেন সারা আলি খান। ছবিটি নিয়ে এখনো পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া মিলেছে দর্শকদের কাছ থেকে। তবে ধনুষের অভিনয়ের প্রশংসা হয়েছে সর্বত্রই।

Niranjana Nag

সম্পর্কিত খবর