গত ম্যাচে হয়েছিলেন ভারতের বোঝা, এবার সেই প্লেয়ারের কেরিয়ার বাঁচাতে ব্যাট ধরলেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ৭ উইকেটে বিশ্ৰী ভাবে হারতে হয়েছিল ভারতীয় দলকে। প্রায় জিতে যাওয়া এই ম্যাচে ভারত হেরেছে। একজন তারকা ক্রিকেটার জোহানেসবার্গে ভারতীয় দলের পরাজয়ের পেছনে সবচেয়ে বড় দোষী প্রমাণিত হয়েছিল, যার কারণে ভারতের হাত থেকে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ হাত থেকে বেরিয়ে গিয়েছিল।

দ্বিতীয় টেস্টে কিছুটা একপেশে ভাবেই হেরেছে ভারত। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ ফলে সমতায় রয়েছে। প্রথম টেস্ট ম্যাচ দুর্দান্ত জয় পেয়েছিল ভারত। তৃতীয় টেস্ট ম্যাচটি আগামীকাল অর্থাৎ ১১ই জানুয়ারি থেকে কেপটাউনে অনুষ্ঠিত হবে। সিরিজ নির্ধারণ কারী ওই ম্যাচে ফিরছেন কোহলি। দ্বিতীয় টেস্টে পিঠে চোটের কারণে খেলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেও রিশভ পন্থের বাজে পারফরম্যান্স অব্যাহত ছিল। পন্থের দায়িত্বজ্ঞানহীন ইনিংস দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন তৃতীয় ম্যাচে তাকে খেলানো উচিত কিনা সেই নিয়ে।

Rishav Pant 1720x900

কিন্তু এই অবস্থায় ভারতীয় তরুণ উইকেটরক্ষকমে বাঁচাতে এগিয়ে এসেছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় টেস্টের আগে উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পন্থের সঙ্গে কথা বলেছেন বিরাট কোহলি। কোহলি বলেছেন যে পন্থ এমন একজন খেলোয়াড়, যে তার ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে তার থেকে উন্নতি করবে।

জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে, কাগিসো রাবাদার বলে একটি খারাপ শট খেলার পর শূন্য রানে আউট হয়েছিলেন পন্থ। টানা অফফর্ম চলছে তার। সেইজন্য অনেক সমালোচনার উঠে আসছিল তাকে ঘিরে। কিন্তু কোহলি এই প্রসঙ্গে কথা বলেন, ‘আমরা রিশভ পন্থের সঙ্গে তার শট সিলেকশন নিয়ে কথা বলেছি। ও জানে কী ধরনের শট খেলে আউট হয়েছিলো। ক্রিকেটার হিসেবে ওকে সেই দায়িত্ব মেনে নিতে হবে। আমরা আমাদের ক্যারিয়ারে জটিল পরিস্থিতিতে ভুল করেছি। তবে ও তরুণ, ভবিষ্যতে আরও উন্নতি করবে।’

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর