দেশের প্রথম ‘অন্তঃসত্ত্বা সঞ্চালক’! হবু মায়েদের ধারনা বদলানোর ইচ্ছা প্রকাশ ভারতীর

বাংলাহান্ট ডেস্ক: যুগ বদলাচ্ছে। পরিবর্তন হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাদের নিয়ে সমাজের ধ‍্যান ধারনাও। পুরনো সংষ্কার বদলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হবু মা রাও চুটিয়ে কাজ করছে। বলিউড, টলিউডের একাধিক তারকা উদাহরণ তৈরি করেছেন বেবি বাম্প নিয়ে কাজ করে। পিছিয়ে থাকলেন না ভারতী সিংও (bharti singh)।

হাস‍্যরসের দুনিয়ায় জনপ্রিয় নাম ভারতী। সঞ্চালনাতেও বেশ হাত পাকিয়ে ফেলেছেন তিনি। সম্প্রতি প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা হতে চলার সুখবর জানিয়েছেন ভারতী। এবার তিনি ঘোষনা করলেন, তিনিই দেশের প্রথম ‘গর্ভবতী সঞ্চালক’। অন্তঃসত্ত্বা অবস্থায় শোয়ের সঞ্চালনা করে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেবেন বলে দাবি করেছেন ভারতী।

88753185
কালার্স চ‍্যানেলে ‘হুনরবাজ’ নামে একটি রিয়েলিটি শো সঞ্চালনা শুরু করেছেন ভারতী। সম্প্রতি চ‍্যানেলের তরফে শেয়ার করা ভিডিওতে প্রথম বার অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করার অভিজ্ঞতা জানান তিনি। তিনি জানান, শুটের প্রথম দিনে শুভেচ্ছার পরিবর্তে সতর্কবার্তা পেয়েছিলেন তিনি। আসলে তাঁর পরিবার, বিশেষ করে তাঁর মা মেয়ের এই সিদ্ধান্ত নিয়ে না খুশ ছিলেন।

কিন্তু সিদ্ধান্ত বদলাননি ভারতী। নিজের মাকে উদ্দেশ‍্য করে ভিডিওতে তিনি বলেন, “মা আমি তোমার ও দুনিয়াতে যত মায়েরা রয়েছেন সবার ধারনা বদলে দেব। আমি ভারতের প্রথম অন্তঃসত্ত্বা সঞ্চালক হব।” স্বভাবজাত মজা করতে ছাড়েননি ভারতী। তিনি বলেন, চ‍্যানেল কর্তৃপক্ষ তিনজনকে (তিনি, স্বামী হর্ষ ও আসন্ন সন্তান) কে দিয়ে কাজ করাচ্ছে, অথচ পারিশ্রমিক দিচ্ছে মাত্র দুজনকে।

https://www.instagram.com/tv/CY4DSPVFAxF/?utm_medium=copy_link

ভারতী জানিয়েছিলেন, গর্ভাবস্থার নবম মাস পর্যন্ত কাজ করতে চান তিনি। তাঁদের সন্তান যাতে ভবিষ‍্যতে মায়ের মতোই কঠোর পরিশ্রম করে সেটাই কামনা ভারতীর। এর আগে সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সি সেকশনে তাঁর খুব ভয়। পরবর্তীকালে অনেক যন্ত্রণা সহ‍্য করতে হয়। পাশাপাশি তিনি সন্তান সামলে কাজও করবেন। তাই নর্মাল ডেলিভারিই করতে চান ভারতী।

এর জন‍্য একদিন অন্তর অন্তর যোগাভ‍্যাস করছেন তিনি। ভারতী বলেন, “আমি নিয়মিত শরীরচর্চা করছি। চিকিৎসকের পরামর্শ মতো চলছি যাতে নর্মাল ডেলিভারি করানো যায়। সকাল বেলা অন্তত এক ঘন্টা হাঁটি আমি। এছাড়াও ট্রেনারের পরামর্শ মতো যোগাভ‍্যাস করি নিয়মিত।”

Niranjana Nag

সম্পর্কিত খবর