বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন আইকনিক ‘মহাভারত’ সিরিয়ালের ভীম চরিত্রাভিনেতা প্রবীণ কুমার সোবতি (praveen kumar sobti)। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (lata mangeshkar) মৃত্যু সংবাদের শোক সামলে উঠতে না উঠতেই প্রবীণ অভিনেতার মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসে। সম্প্রতি মহাভারতের ‘ভীষ্ম’ তথা প্রবীণের সহ অভিনেতা মুকেশ খান্না শোকপ্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও প্রবীণ কুমার সোবতির প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে ভিডিও শুরু করেন মুকেশ। তিনি জানান, মাত্র দিন পনেরো আগে তাঁকে ফোন করেছিলেন প্রবীণ। ফোন করেই তাঁকে ‘পিতামহ’ বলে সম্বোধন করেন অভিনেতা। মুকেশ জিজ্ঞাসা করেছিলেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা। উত্তরে প্রবীণ জানিয়েছিলেন যে সব ঠিক আছে। তিনি শুধুই মুকেশের শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিতে ফোন করেছেন।
মুকেশ বলেন, “ও এমন মানুষ ছিল না যে প্রায়ই ফোন করবে। কিন্তু ওদিন আমাকে ফোন করেছিল। আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম, ওকে সবসময়ের মতোই হাসিখুশি দেখাচ্ছিল। আমার একবারও সন্দেহ হয়নি যে ও অসুস্থ বা কিছুদিনের মধ্যে মারা যাবে।”
প্রবীণ আরো জানান, তাঁর সহ অভিনেতাদের মধ্যে সবথেকে ‘ভদ্র’ ছিলেন প্রবীণ। তাঁর মতো এত ভাল ভাবে কথা বলতে কাউকে দেখেননি তিনি। আদ্যোপান্ত পঞ্জাবি ছিলেন প্রবীণ। কিন্তু কখনো কোনো বিতর্ক জড়ায়নি তাঁর নামে।
https://www.instagram.com/tv/CZuMvoVpioS/?utm_medium=copy_link/
গত সোমবার রাত সাড়ে নটা নাগাদ নিজের দিল্লির বাড়িতেই প্রয়াত হন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ অভিনয় কেরিয়ার ছিল প্রবীণ কুমার সোবতির। মহাভারতই তাঁকে খ্যাতির শীর্ষে তুলেছিল। ভীমের চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছিলেন তিনি। শুধু মহাভারত নয়, একাধিক বলিউড ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।
অমিতাভ বচ্চনের ‘শেহেনশাহ’ ও ধর্মেন্দ্র অভিনীত ‘লোহা’ এই তালিকায় গুরুত্বপূর্ণ নাম। এছাড়াও আজ কা অর্জুন, অজুবা, ঘায়েলের মতো ছবিও তাঁর কেরিয়ারে উল্লেখযোগ্য নাম। মহাভারতে ভীমের চরিত্রটির জন্য একেবারে আদর্শ ছিলেন প্রবীণ।
অভিনয়ে পা রাখার আগে তিনি একজন ক্রীড়াবিদ ছিলেন। এজিপেঁজি নন, চার চারবার এশিয়ান গেমসে প্রতিযোগিতা করেছিলেন তিনি। দুবার স্বর্ণপদক, একবার রূপো ও একবার ব্রোঞ্জ পদক পেয়েছিলেন প্রবীণ।