এখনো স্কুলের গণ্ডিই পার হয়নি! ‘ডান্স বাংলা ডান্স’ থেকেই ‘গৌরী এলো’তে অভিনয়ের সুযোগ মেঘনার

বাংলাহান্ট ডেস্ক: আরো এক নতুন সিরিয়াল শুরু হল জি বাংলার পর্দায়। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন সিরিয়াল ‘গৌরী এলো’ (Gouri Elo)। একঝাঁক চেনা মুখের সঙ্গে সঙ্গে বেশ কিছু নতুন মুখেরও সমাহার এই সিরিয়ালে। যাদের মধ্যে অন্যতম নায়িকা মেঘনা মাইতি (Meghna Maiti)। গৌরীর চরিত্রে অভিনয় করছেন তিনি। রবিবার ‘দাদাগিরি’তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলতে এসে সিরিয়ালের সঙ্গে সঙ্গে নিজের ব্যাপারেও অনেক অজানা গল্প শেয়ার করলেন মেঘনা।

রবিবার গৌরী এলোর গোটা টিম এসেছিল দাদাগিরির মঞ্চে খেলতে। সেখানেই মেঘনার বয়স শুনে অবাক সৌরভ। সবে মাত্র দশম শ্রেণিতে উঠেছেন তিনি। মুর্শিদাবাদের মেয়ে মেঘনার পড়াশোনা কাশীশ্বরী গার্লস হাই স্কুলে। নাচ পাগল মেঘনা অংশ নিয়েছিলেন জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’এ। জিততে পারেননি ঠিকই, তবে আলাদা করে নজর কেড়েছিলেন। সেই থেকেই এই সিরিয়ালের নায়িকা। এটাই প্রথম অভিনয়ে হাতেখড়ি মেঘনার।

   

IMG 20220228 220748

সৌরভ জানান, একা মেঘনা নয়, ডান্স বাংলা ডান্সের মঞ্চ আরো অনেক অভিনেতা অভিনেত্রীদেরই প্রতিভা দেখানোর সুযোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে রুবেল দাস, ধ্রুব সরকার, ঐন্দ্রিলা সাহার মতো নাম। সম্প্রতি মেঘনার সহ প্রতিযোগী মেঘা দাঁও ‘পিলু’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় শুরু করেছেন। তাঁকে বেশ পছন্দও করছেন দর্শকরা।

সোমবার থেকে শুরু হয়েছে ‘গৌরী এলো’। গল্প অনুযায়ী, ছোট্ট গৌরীকে এক দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন এক পুরোহিত। সেখানেই তার বড় হয়ে ওঠা। মা কালীর একনিষ্ঠ ভক্ত গৌরী। তার গলায় শ্যামাসঙ্গীত মন জুড়ায়, গৌরীর টোটকাই ভরসা গ্রামের মানুষদের।

অন্যদিকে নায়ক ঈশান পেশায় একজন চিকিৎসক। বিজ্ঞানই তার ধ্যানজ্ঞান। কালের নিয়মে গৌরীর সঙ্গেই বিয়ে হবে নাস্তিক ঈশানের। নায়কের চরিত্রে রয়েছেন অভিনেতা বিশ্বরূপ চট্টোপাধ্যায়। তিনি জি বাংলায় এই প্রথম অভিনয় করছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর