অভিষেক-রুজিরাকে বাঁচাতে পারলেন না কপিল সিব্বল, আবেদন খারিজ করল হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্ক : কয়লা পাচার কান্ডে কোটি কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ইডির জেরা আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা। কিন্তু এবার সেই আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

প্রবীণ কংগ্রেস নেতা তথা অভিষেকের আইনজীবী কপিল সিব্বলের সওয়াল কার্যতই ধোপে টিকল না আদালতের সামনে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর নামে ঝুলছে কয়লা পাচার কান্ডে কোটি কোটি টাকা লেনদেনের মামলা। সেই কারণেই দুজনকে জেরা করতে চায় ইডি। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি দুজনকে দিল্লিতে জেরা করার নোটিশ দেয়। এরপরই তাঁদের যেন কলকাতায় জেরা করা হয় এই আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক রুজিরা। এদিন এই আবেদনই খারিজ করে কোর্ট।

ইডির পক্ষে সওয়াল করে সলিসিটর জেনারেল তুষার মেটা বলেন, ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকার রয়েছে সর্বভারতীয় স্তরে তদন্ত করার। তা ছাড়া বেআইনি আর্থিক লেনদেনের মামলা কোনও থানা বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ‘ একই সঙ্গে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, ‘ পুরো বিষয়টির তদন্ত করছে ইডির দপ্তরের একটি ইউনিট। সুতরাং জেরা করতে তাঁরা দিল্লিতেই ডাকতে পারেন। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ। দিল্লিতে একটি ঠিকানা রয়েছে তাঁর। তাহলে অসুবিধার তো কোনও কারণ নেই।’

এই সওয়ালের জবাবে কপিল দাবি করেন, মহিলা, শিশু এবং শারীরিক ভাবে অক্ষমদের বাড়িতে গিয়ে জেরা করাই নিয়ম। এছাড়াও তিনি বলেন যে অভিষেক-রুজিরাকে দিল্লিতে ডেকে জেরা করার কোনও যুক্তিই দিতে পারেনি ইডি। কিন্তু তাঁর এই যুক্তিতে কান দেননি বিচারপতি। এই সওয়াল জবাবের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দেন রজনীশ ভাটনগর। এবার কবে তাঁদের হাজিরার জন্য ডাকবে ইডি, সেটাই দেখার।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর