বাংলাহান্ট ডেস্ক: এবার প্রেক্ষাগৃহেও গুণ্ডাগিরি। শিরোনামে সেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। এই একটি ছবি নিয়েই গত দু সপ্তাহ ধরে চর্চা চলছে সিনেপাড়ায়। হ্যাঁ, মুক্তির আগে থেকেই বিতর্কে ছিল বিবেক অগ্নিহোত্রীর এই ছবি। বিতর্ক অবশ্য অনেকটাই কাজে এসেছে ছবির বক্স অফিস কালেকশনে। অন্য মুক্তিপ্রাপ্ত ছবিগুলি টিকতেও পারছে না কাশ্মীর ফাইলসের সামনে। এবার জোরজবরদস্তি অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ (Bachchan Pandey) ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যাচ্ছে, ওড়িশার সম্বলপুরের একটি প্রেক্ষাগৃহে সোমবার বচ্চন পাণ্ডের প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। একদল গুণ্ডাবাহিনী জোর করে বচ্চন পাণ্ডে ছবিটির প্রদর্শন বন্ধ করে দেয় বলে খবর। তারা দাবি করে, প্রেক্ষাগৃহে শুধুই দ্য কাশ্মীর ফাইলস চলবে। ঘটনার একটি ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছে, ছবি দেখার স্বাধীনতা নেই এখন দেশের মানুষের। আবার অনেকে দাবি করেছে, কিছু মানুষ দল বেঁধে আসছেন প্রেক্ষাগৃহে ঝামেলা করছেন। এমনকি কয়েকজন অভিযোগ করছেন, ছবির গুরুত্বপূর্ণ অংশগুলি নাকি দেখানোর সময় বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এমন অভিযোগ তুলে হল কর্মীদের সঙ্গে হাতাহাতিতেও জড়ানোর মতো ঘটনাও ঘটেছে।
এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বচ্চন পাণ্ডে ছবিটি বয়কট করার ডাক উঠেছে। ছবির মুখ্য চরিত্র গ্যাংস্টার বচ্চন পাণ্ডেকে নিয়েই অভিযোগ নেটিজেনদের একাংশের। আরো স্পষ্ট ভাবে বললে চরিত্রের নাম নিয়ে। হিন্দু নামের কোনো ব্যক্তিকে কেন খারাপ ভাবে দেখানো হবে? অভিযোগ উঠেছে, বলিউড ইচ্ছাকৃত ভাবে হিন্দুদের খলনায়ক হিসাবে দেখায়। ট্রেন্ডিংয়ে উঠে এসেছে হ্যাশট্যাগ বয়কট বচ্চন পাণ্ডে।
এখানেই শেষ নয়। ছবির একটি গানে বৈষ্ণোদেবীর ভজনকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ধর্ম নিয়েও প্রশ্ন উঠছে। নেটনাগরিকদের একাংশের অভিযোগ, হিন্দু নাম দিয়ে গ্যাংস্টারদের মহিমান্বিত করা হচ্ছে।