বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি আমেরিকার চাপের মুখে দাঁড়িয়েও একাধিক বিতর্কিত বিষয়ে সোচ্চার হচ্ছে ভারত। এবার সেরকমই এক ইস্যুতে আমেরিকাকে সপাটে জবাব দিল ভারত। আমেরিকার ভারতের মানবাধিকার প্রসঙ্গে করা মন্তব্যে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এই পালটা জবাবে কার্যতই শোরগোল আন্তজার্তিক মহলেও।
সম্প্রতি আমেরিকা দাবি করে যে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা চিন্তিত। আর এর জবাবেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জবাব দেন, আমারিকার পরিস্থিতি নিয়েও চিন্তিত দিল্লি। ভারতে মানবাধিকারের প্রসঙ্গে নিজের দাবিতে অনড় থেকে এস জয়শঙ্করকে দাবি করতে শোনা যায় যে, ভারতের মানুষ নিজের নিজের মতামত তুলে ধরার জন্য যথেষ্ট জায়গা পান। ভারতের মানুষের নিজেদের বক্তব্য তুলে ধরার অধিকার আছে।
এই সপ্তাহের ভারত আমেরিকা ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠকের মানবাধিকার আলোচনার বিষয়বস্তু মোটেই ছিল না। কিন্তু ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে একথাও জানিয়েছেন যে এই বিষয়ে যখনই আলোচনা করা হবে তখব কথা বলতে মোটেই পিছপা হবে না ভারত।
জয়শঙ্কর আরও বলেন, ‘এই পদ্ধতিতে লবি এবং ভোটব্যাংক খুবই গুরুত্বপূর্ণ। মানুষের আমাদের ব্যাপারে মতামত রাখার অধিকার রয়েছে। কিন্তু আমাদেরও অধিকার রয়েছে তাঁদের মতামত এবং আগ্রহগুলিকে বিবেচনা করার, কারণ সেগুলি অনেক ক্ষেত্রেই লবি এবং ভোটব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়। ‘
এর আগেও সোমবার একটি যৌথ সাংবাদিক সম্মেলনে সেক্রেটারি অফ দ্যা স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘ভারতে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা ভীষণই উদ্বেগজনক। যার মধ্যে সরকার, পুলিশ এবং কারাগারের কর্মকর্তাদের দ্বারাও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রয়েছে। পুরো বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আমেরিকা।’ তারপরই এদিন সরাসরি এহেন জবাব দিতে দেখা গেল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে।