আট বছর আগের সংলাপ আচমকাই ভাইরাল, টাইগার শ্রফকে নিয়ে হাস‍্যকর মিম বানালো কন্ডোম সংস্থা!

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ার অবিচ্ছেদ‍্য অংশ হল মিম (Meme)। এক এক সময়ে এক একটি ট্রেন্ড অনুসরণ করে তৈরি হতে থাকে একের পর এক মিম। এই মুহূর্তে মিম বাজারে সবথেকে বেশি জনপ্রিয় ‘হিরোপন্তি’ (Heropanti) ছবিতে টাইগার শ্রফের (Tiger Shroff) একটি সংলাপ ‘ছোটি বাচ্চি হো কেয়া?’ এই সংলাপ নিয়েই এখন হাস‍্যকর মিমে মেতেছে নেটপাড়াবাসী। ট্রেন্ডে এবার যোগ দিল এক নামকরা কন্ডোম সংস্থাও!

২০১৪ তে মুক্তি পেয়েছিল টাইগার শ্রফ ও কৃতি সানন অভিনীত ‘হিরোপন্তি’। আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবির সিক‍্যুয়েল ‘হিরোপন্তি ২’। কিন্তু এর মাঝেই নেটপাড়ায় ভাইরাল আট বছর আগেকার ছবির একটি সংলাপ। এটাই মজা সোশ‍্যাল মিডিয়ার। এই দুনিয়ায় কখন কী ভাইরাল হয়ে যাবে তা বলার সাধ‍্য নেই কারোরই। আর কিছু ভাইরাল হওয়া মাত্রই সেটা নিয়ে শুরু হয়ে যাবে মিম ট্রেন্ড।

721438 tigershroff 082318
এখন যেমন চলছে হিরোপন্তির সংলাপ নিয়ে। ট্রেন্ডে গা ভাসিয়ে আসরে নেমেছে এক নামী কন্ডোম প্রস্তুতকারক সংস্থাও। এমনিতে বিভিন্ন ট্রেন্ডিং বিষয় নিয়ে বুদ্ধিদীপ্ত অথচ হাস‍্যকর উপায়ে প্রচার করার জন‍্য বেশ পরিচিত এই সংস্থা। দিন কয়েক আগে অভিনব উপায়ে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে বিয়ের শুভেচ্ছাও জানিয়েছিল এই সংস্থা।

এবার আরেকটি নতুন মিম নিয়ে হাজির তারা। ভাইরাল ‘ছোটি বাচ্চি হো কেয়া’ সংলাপটি দিয়ে একটি হাস‍্যকর মিম বানিয়েছে এই সংস্থা। সঙ্গে আবার রয়েছে একটি মূল‍্যবান পরামর্শও। বুদ্ধিদীপ্ত মিমটি আপাতত ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। দেখে নিন নিজেই-

https://www.instagram.com/p/Ccsc1ypPrMs/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে রণবীর আলিয়ার বিয়েতে ‘অ্যায় দিল হ‍্যায় মুশকিল’ ছবির জনপ্রিয় গান ‘চন্না মেরেয়া’র অনুকরণে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল ওই কন্ডোম প্রস্তুতকারক সংস্থা। ঠিক কী লেখা হয়েছে শুভেচ্ছা বার্তায় যা এত ভাইরাল হয়েছে?

চন্না মেরেয়া গানের অন্তরার দুটি লাইনের অনুকরণে বার্তায় হিন্দিতে লেখা, ‘প্রিয় রণবীর ও আলিয়া, মেহফিল মে তেরে হাম না রহে যো, ফান তো নেহি হ‍্যায়’। সূক্ষ্ম কৌতুক মেশানো এই শুভেচ্ছা বার্তা মুহূর্তে ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর