রয়েছে “ডক্টর” ডিগ্রি! অথচ ৩০ বছর যাবৎ রাস্তার ধারে খাবার বিক্রি করছেন এই মহিলা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: একজন মানুষ ইচ্ছে থাকলেই যে যেকোনো কিছু করতে পারেন তা যেন ফের একবার প্রমাণ করে দিলেন এক মহিলা। নামের পাশে “ডক্টর” পরিচয় থাকলেও এক্কেবারে ভিন্ন ধরণের এক কাজ বছরের পর বছর করে আসছেন তিনি। আর যেই ঘটনা বর্তমানে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ঠিক তারপরেই রীতিমত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ওই মহিলা।

সম্প্রতি মুম্বইয়ের রাজপথে এমনই এক খাবার বিক্রেতার খোঁজ পাওয়া গিয়েছে, যিনি অর্জন করেছেন “ডক্টর” ডিগ্রিও। অথচ দীর্ঘ ৩০ বছর ধরে বাড়িতে রান্না করা খাবার তিনি বিক্রি করছেন রাস্তার ধারের একটি স্টলে। এমনকি, নিয়মিতভাবেই এই কাজ করেন তিনি। তবে, অবশ্যই এর পেছনে একটি কারণ উপস্থাপিত করেছেন ওই মহিলা। যা শুনে অবাক হয়েছেন সকলেই।

বর্তমানে ইনস্টাগ্রামে এক ফুড ব্লগারের মাধ্যমে জানা গিয়েছে যে, ওই অভিনব উদ্যোগী মহিলার নাম হল সুনীতা। ৫৫ বছর বয়সি সুনীতা একজন নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান। যে কারণেই তাঁর নামের পাশে উজ্জ্বল রয়েছে “ডক্টর” ডিগ্রিটি। সুনীতার মতে, ইচ্ছে থাকলে একজন মানুষ একই সময়ে চারটে কাজও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। তাই নিজেই সেই আপ্তবাক্যকে মেনে নিয়ে পেশার বাইরে গিয়ে রাস্তার ধারে খাবারের দোকান চালাচ্ছেন তিনি। পাশাপাশি, তাঁর এই কাজে যুক্ত রয়েছেন সুনীতার স্বামীও।

এছাড়াও, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, সুনীতা দেবী মাত্র ৪০ টাকার বিনিময়েই খাবার তুলে দিচ্ছেন সকলের কাছে। তাতে রয়েছে ভাত, ডাল, তরকারি, রুটি, পুরী, আচার এবং পাঁপড়। নিজের দোকানে রীতিমত ব্যস্ততার সাথে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। পুরোটাই একা হাতে সামলাচ্ছেন তিনি।

এদিকে, এই ভিডিওটিই বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ইতিমধ্যেই কয়েক লক্ষ জন দেখে ফেলেছেন ভিডিওটি। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে লাইকের সংখ্যাও। এদিকে, সুনীতা দেবীর এই অভিনব উদ্যোগের ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। প্রথাগতভাবে না হেঁটে তিনি যেভাবে নতুন এক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তা দেখে সকলেই একবাক্যে কুর্ণিশ জানিয়েছেন তাঁকে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর