ভারতের এই তিন ক্রিকেটারই করতে পেরেছেন টেস্ট, ওয়ানডে, T-20 ও IPL-এ সেঞ্চুরি! তালিকায় বড় নাম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বের সব ব্যাটারেরই স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে ক্রিকেট খেলার। কঠিন পরিস্থিতি থেকে দলকে ম্যাচ জেতানোর। তবে বেশিরভাগ ব্যাটারই বর্তমানে নিজের কেরিয়ারকে সুদৃঢ় করতে যে কোনও একটি নির্দিষ্ট ফরম্যাটে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু এমন কিছু ব্যাটার আছেন যারা তিন ফরম্যাটেই শতরান করার পাশাপাশি আইপিএলের মতো বড় মঞ্চেও শতরান করেছেন। আজ এমন ৩ ক্রিকেটারকে নিয়েই এই প্রতিবেদন।

 

সুরেশ রায়না:

suresh raina 4

রায়না হলেন তিন ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার। তিন ফরম্যাটেই শতরান করা রায়না আইপিএলের মঞ্চেও শতরান করেছেন। তা বাদে রায়না টেস্টে ১টি, ওয়ান ডে-তে ৫টি এবং টি-টোয়েন্টিতে ১টি শতরান করেছেন। এছাড়া আইপিএলে শতরানও করেছেন তিনি।

রোহিত শর্মা:

rohit sharma abcd

এই তালিকায় দ্বিতীয় ব্যাটার হলেন ভারতীয় ক্রিকেট দলের সব ফরম্যাটের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও। রোহিত টি-টোয়েন্টিতে ৪ টি, টেস্টে ৮ টি এবং ওয়ান ডে-তে ২৯ টি শতরান করেছেন। আইপিএলেও তার ব্যাট থেকে এসেছেন মাত্র একটি শতরান।

লোকেশ রাহুল:

kl rahul odi

সেই তালিকায় রয়েছে লোকেশ রাহুলের নামও। লোকেশ রাহুল চলতি আইপিএলেও দুটি শতরান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই শতরান করার পাশাপাশি আইপিএলে তিনি সর্বমোট ৪ টি শতরান করেছেন। এছাড়া টেস্টে ৭টি, ওয়ান ডে-তে ৫টি এবং টি-টোয়েন্টিতে ২টি করে শতরান করেছেন তিনি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর