স্পষ্ট জানিয়ে দিল না! রাষ্ট্রসংঘে গোটা বিশ্বের সামনে ইউরোপকে চ্যালেঞ্জ ভারতের

বাংলাহান্ট ডেস্ক : দেশীয় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত আপাতত গম রপ্তানি করছে না। আর সেই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই রাষ্ট্রসংঘে ভারত ইউরোপকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েই বলল যে, যেমন অন্যায় ভাবে কোভিড টিকা মজুত করে রাখা হয়েছিল, খাদ্যশস্যের ক্ষেত্রে তেমন কিছু হতে দেওয়া যাবে না।

ভারতের গম রপ্তানি নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য হল, সত্যিই যাদের দরকার তারাই যেন তা পায়। উল্লেখ্য, করোনা টিকার ক্ষেত্রে প্রথম থেকেই অভিযোগ উঠেছে, টিকা মজুত করেছিল প্রথম বিশ্ব তথা ধনী দেশগুলি । যে কারণে দরিদ্র দেশগুলিকে টিকা জোগাড় করতে বিপুল সংগ্রাম করতে হয়েছে।

বুধবার ছিল ‘গ্লোবাল ফুড সিকিউরিটি কল টু অ্যাকশন’ শীর্ষক এক বৈঠক। বৈঠকের সভাপতিত্ব করেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ বুধবার এই বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, ”সমাজের কম উপার্জনকারী অংশকে আজ লড়তে হচ্ছে দুটো চ্যালেঞ্জের সঙ্গে। সেগুলি হল মূল্যবৃদ্ধি ও খাদ্যশস্য সংগ্রহে সমস্যা। এমনকী ভারতের মতো দেশ যাদের কাছে পর্যাপ্ত জোগান রয়েছে, সেখানেও অকারণে খাবারের মূল্য বেড়ে যাচ্ছে। যা থেকে পরিষ্কার, মজুত করে রাখার কাজ পুরোদমে করা হচ্ছে। আমরা এমনটা চলতে দিতে পারি না।”

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়া দ্বন্দের সর্বব্যাপী প্রভাব পড়তে শুরু করে আন্তর্জাতিক বাজারে। এদিকে, বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশই সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। ফলত, কৃষ্ণসাগর অঞ্চলের টালমাটাল পরিস্থিতিতে এই মুহূর্তে গমের জন্য ভারতেরই উপর নির্ভরশীল বিশ্ব। ভারতই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ। কিন্তু এবার ভারতও গম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর