বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বরকে নিয়ে করা মন্তব্যের পর বিতর্ক জেন থামার নামই নিচ্ছে না। বিতর্ক অশান্তিতে পরিণত হওয়ার পর তার আঁচ এসে আছড়ে পড়ে বাংলাতেও। গতকাল বৃহস্পতিবার জাতীয় সড়কসহ পার্ক সার্কাসে বিক্ষোভ দেখায় সংখ্যালঘুরা। আর আজ শুক্রবারও সেই বিক্ষোভের আগুন দেখা গেল বাংলায়।
উল্লেখ্য, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের হাতজোড় করে তাদের অবরোধ তুলে নিতে বলার পরেও আন্দোলনকারীরা তার আবেদনে সারা দেয়নি। আর এদিন ফের আন্দোলনে নামে সংখ্যালঘুরা।
দুপুর থেকেই হাওড়ার ডোমজুড়, ৬ নম্বর জাতীয় সড়ক, উলুবেড়িয়া ও পার্কসার্কাসে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ। আর এরই মধ্যে ডোমজুড়ে থানায় হামলার ঘটনা সামনে আসে।
জানা গিয়েছে যে, ডোমজুড়ে থানায় একের পর এক গাড়ি ভেঙে দেয় হামলাকারীরা। ইট-পাথর ছুঁড়ে চলে হামলা। এই ঘটনায় আহত হন ১২ জন পুলিশ কর্মী। এছাড়াও পাঁচলায় বিজেপির একটি পার্টি অফিসেও হামলা হয়েছে বলে অভিযোগ।