বাংলাহান্ট ডেস্ক : এবার সিবিআই তৎপর কয়লা পাচার মামলা নিয়ে। আজ সকালেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সিবিআই কয়লা পাচার কাণ্ডে রুজিরাকে কতক্ষণ জিজ্ঞাসাবাদ করবেন তা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার উদ্দেশে রওনা হওয়ার পরই তাঁর বাড়িতে পৌঁছয় সিবিআই। বিশেষ সূত্রের খবর, অভিষেকের বাড়ির কাছাকাছিই নাকি অপেক্ষা করছিল তদন্তকারী দল।
২৩ জুন ত্রিপুরায় উপনির্বাচন। জানা যাচ্ছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ত্রিপুরায় নির্বাচনের প্রচার করবেন। কয়লা পাচার কাণ্ডে আগেই রুজিরাকে ইডি’র নয়াদিল্লির সদর দফতরে হাজির হওয়ার জন্য নোটিস জারি করা হয়। এমনকী দিল্লি উচ্চআদালত থেকে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয় বলে জানা যাচ্ছে।
তবে এই প্রথম নয়, এর আগেও রুচিরার বাড়িতে এসে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। একাধিকবার নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় তাঁকে। এই মামলার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’বার তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হয়েছেন। এখন সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছেন, সিবিআই জিজ্ঞাবাদ করতে চাইলে তাঁদেরকে কলকাতাতেই করতে হবে, বারবার দিল্লি ডেকে পাঠানো যাবে না। সেই নির্দেশ মেনেই কলকাতায় অভিষেকের বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রুচিরাকে। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত ১৩০০ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে সিবিআই।
সিবিআই আধিকারিকরা সন্দেহ করছেন, কয়লা পাচারের লাভের একটা বড় অংশ পৌঁছে যেত বাংলার অনেক প্রভাবশালী ব্যক্তির কাছেই। তারপর হাওয়ালা মারফত সেই মোটা টাকা পৌঁছে যেত বিদেশি ব্যাঙ্কে। কয়লা পাচার মামলার এই বিরাট অংকের টাকার বিদেশ যাওয়ার তথ্যও মিলেছে। জানা যাচ্ছে, এমনই এক যোগসূত্রেই আজ রুজিরাকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।