বাংলা হান্ট নিউজ ডেস্ক: দেশের জার্সিতে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে ছিলেন তিনি। তাই জামাই ষষ্ঠীর সময় তাকে কাছে পাননি তার একসময়ের গুরু সুব্রত ভট্টাচার্য। কিন্তু দেশকে যোগ্যতা অর্জন করানো হয়ে গেছিল পরশু দিনই। তাই ফুরফুরে মনে জামাইষষ্ঠী একটু দেরিতে হলেও পালন করতে ভুল করলেন না সুনীল ছেত্রী। তাকে পাত পেড়ে নানানরকমের বাঙালি পদে সাজিয়ে খাওয়ালেন সুব্রত ভট্টাচার্য এবং তার স্ত্রী। এক সময় যার হাত ধরে ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল তার কাছ থেকেই জামাইষষ্ঠীর আদর পাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই খুশি ভারতীয় অধিনায়ক।
সুনীল নিজে কলকাতার জামাই। কলকাতার প্রতি তার একটা আলাদা আবেগ রয়েছে। নিজে এবং তার দল দুর্দান্ত পারফরম্যান্স করে কলকাতার ফুটবলপ্রেমীদের মন জিতেছেন। সুনীল নিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং অসাধারণ পারফরম্যান্স করেছেন। তারপর তিনি নিজের টুইটে বাংলাতেও এক লাইন লিখেছেন।
সুনীল ছেত্রী তার বার্তায় বলেছেন, “প্রিয় কলকাতা, আপনারা কতটা বিশেষ বলুন তো? গোটা দল এবং আমি নিজেও বিশ্বাস করি যে সল্ট লেক স্টেডিয়াম আমাদের ৩টে ম্যাচ জয়ের একটা বড় কারণ। আপনারদের সঙ্গে কাটানো এই দিনগুলি স্মরণীয়। আবার দেখা হবে, ‘ততদিন সবাই ভালো থাকবেন’।”
সুনীল নিজে দেশের জার্সিতে ৮৪ গোল করেছেন, যার শেষ ৪টি গোল এসেছে এই যোগ্যতাঅর্জন পর্বে কলকাতার মাঠে। ৩টি ম্যাচে ৪ টি গোল করেছেন তিনি, যাতে সামিল ছিল একটি পেনাল্টি, একটি হেডার, একটি ফ্রি কিক এবং একটি অসাধারণ ডিফেন্সকে বোকা বানিয়ে ঠান্ডা মাথায় করা ফিনিশ। দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ফেরেঞ্চ পুস্কাসকে ছুঁয়ে ফেলেছেন তিনি।