মাত্র ২৩-এই সাফল‍্যের চূড়ায়, দুবাইয়ে চোখ ধাঁধানো জন্মদিন পালন করলেন অদ্রিজা

বাংলাহান্ট ডেস্ক: বড়পর্দা হোক কিংবা ছোটপর্দা, এমনকি নেটমাধ‍্যমেও তাঁর চাহিদা তুঙ্গে। তিনি অদ্রিজা রায় (Adrija Roy)। যেমন সুন্দরী তেমনি অভিনয় দক্ষতা, দুয়ের মিশেলে অদ্রিজার সাফল‍্যতরী একেবারে তরতরিয়ে ছুটেছে। মাত্র ২৩ বছরেই তিনি ইন্ডাস্ট্রিতে পাকাপাকিভাবে জায়গা করে ফেলেছেন। এবার দুবাইতে গিয়ে ২৩ তম জন্মদিন পালন করলেন অদ্রিজা।

চারদিন আগেই আরব দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। নীল সাদা টাই ডাই কো অর্ড সেট আর চোখে সানগ্লাস এঁটে পোজ দিয়েছেন তিনি। তারপর থেকেই শুরু হয়েছে অদ্রিজার দুবাই ভ্রমণ। কখনো কালো টপ আর সিক‍্যুইনের প‍্যান্ট পরে বুর্জ খলীফার সামনে পোজ দিয়েছেন, আবার তারপরেই সাদা গাউনে পৌঁছে গিয়েছেন সোজা বুর্জ খলিফার অন্দরে। ১২৪ তম তলায় দাঁড়িয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন।

IMG 20220705 020550
মধ‍্যরাতে কেক কেটে জন্মদিন পালন শুরু করেছিলেন অদ্রিজা। এক টুকরো কেকের উপরে রাখা মোমবাতিতে ফুঁ দিয়ে কামড় বসিয়েছেন তিনি। কালো পোশাকে মোহময়ী হয়ে উঠেছেন অদ্রিজা। এখানেই উদযাপনের শেষ নয়। দুবাই আই হুইলের সামনে সমুদ্রের মাঝে নীল শাড়িতে ফটোশুট করেছেন অদ্রিজা। তাঁর দুবাই ভ্রমণের ছবি দেখে চোখ কপালে নেটনাগরিকদের।

https://www.instagram.com/p/CfhZbIArvfd/?igshid=YmMyMTA2M2Y=

অদ্রিজার জন্মদিন সেলিব্রেশনে দেখা গেল মেকআপ আর্টিস্ট অর্পিতাকে। কিন্তু প্রেমিক ক্রুশাল আহুজার দেখা মেলেনি। তিনি আপাতত লন্ডনে শুটিংয়ে ব‍্যস্ত। শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় ও দিতিপ্রিয়া রায়ের বিপরীতে প্রথম বড়পর্দায় ডেবিউ করছেন ক্রুশাল।

https://www.instagram.com/reel/CfkGuMIBTMU/?igshid=YmMyMTA2M2Y=

 

অভিনেত্রী অদ্রিজা রায়ের সঙ্গে ক্রুশালের প্রেম কারোরই অজানা নয়। তাঁদের আলাদা হয়ে যেতে দেখে মন ভেঙেছিল অনেকেরই। যদিও বছরের শেষের দিকে ফের বনিবনা করে নেন ক্রুশাল অদ্রিজা।

https://www.instagram.com/p/CflQ5IApNs6/?igshid=YmMyMTA2M2Y=

গত বছর দীপাবলীর রাতে একসঙ্গেই সেলিব্রেট করতে দেখা গিয়েছিল তাঁদের। ঠিক আগের মতো। হাসি মুখে একে অপরের দিকে তাকিয়ে  লেন্সবন্দি হন ক্রুশাল অদ্রিজা। ডিসেম্বরে অভিনেতার দিদির বিয়েতে আমন্ত্রিত ছিলেন অদ্রিজা।

Niranjana Nag

সম্পর্কিত খবর