বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে বাংলায় স্বাস্থ্য দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসকদলের। তবে এবার অস্বস্তির মুখে পড়ল রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP)। শেষমেষ কাঁথিতে শ্মশান কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতার পরিবারের।
অভিযোগ, কাঁথি এলাকায় ইলেকট্রিক চুল্লির জন্য বরাদ্দ করা হয়েছিল জমি আর সেখানেই নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য দোকান তৈরির অভিযোগ উঠল অধিকারী পরিবারের বিরুদ্ধে। বর্তমানে এই ঘটনাটি সামনে উঠে আসার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কাঁথি পুরসভা। সূত্র মারফতে জানা যাচ্ছে যে, একদা কাঁথি পুরসভায় যখন পুরপ্রধান পদে নিযুক্ত ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু, সেই সময় সেখানে শ্মশানের নিকট স্টল তৈরি করা হয়। এটি নির্মাণের জন্য ২ কোটি টাকা দেওয়াও হয় তাদের।
তবে সেই টাকা সঠিক জায়গায় খরচ তো দূরের কথা, বরং উক্ত স্থানে বেআইনিভাবে দোকান তৈরি করার অভিযোগ বর্তমানে সামনে উঠে এসেছে। এই ঘটনায় সৌমেন্দু অধিকারী ছাড়াও জড়িত রয়েছে সতীনাথ দাস অধিকারী নামে এক ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার দিলীপ বেরা। সম্প্রতি, এই অভিযোগটি পাওয়া মাত্রই প্রশাসনের তরফ থেকে দিলীপ বেরা এবং সতীনাথ দাস অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিন অভিযুক্তদের বিরুদ্ধে আদালতের তরফ থেকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, সৌমেন্দু অধিকারীর নাম থাকলেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে তাঁর বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এই দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত অধিকারী পরিবারের পক্ষ থেকে কোন মতামত জানানো হয়নি, তবে পরবর্তীকালে সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয় কিনা, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।