বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিজের জন্মদিনেও বিরাট কোহলির প্রতি বিরূপ মনোভাব লুকোতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। তারপর বাটলার তার বিরুদ্ধে একটি একদিনের সিরিজ খেলবে রোহিত শর্মারা। তারপরে এশিয়া কাপের আগে একবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও ট্যুরে যাবে ভারতীয় দল। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল ঘোষণা হয়ে গিয়েছে। তো ওই সিরিজের জন্য রোহিত শর্মা, যশপ্রীত বুমরার পাশাপাশি বিশ্রাম চেয়ে নিয়েছেন বিরাট কোহলিও। অধিনায়কত্ব ছাড়ার পর থেকে ভারতের হয়ে সীমিত ওভারের ফরম্যাটে হাতেগোনা ম্যাচ খেলেছেন তিনি।
যদিও ক্ষুব্ধ হলেও কোহলির নামে সরাসরি কিছু বলেননি মহারাজ। কিন্তু জন্মদিনে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন যার থেকে বোঝা যাচ্ছে কোহলির এই ঘনঘন বিশ্রাম নেওয়া মোটেই পছন্দ করছেন না তিনি। তিনি বলেছেন, “আমি সারাজীবন বিশ্বাস করে এসেছি যে যত বেশি ম্যাচ খেলব ততো বেশি ছন্দ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে আর ফিটও থাকবো।”
ভারতীয় দলে গত সাত মাসের সাতজন অধিনায়ক কে অধিনায়কত্ব করতে দেখা গেছে। এই ব্যাপারটিও না পছন্দ সৌরভের। তিনি জানিয়েছেন যে অনেক সময় ইচ্ছা থাকলেও কিছু করার থাকে না। রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকা সফরের আগে চোট পেয়েছিল। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম টি-টোয়েন্টি সিরিজের আগে লোকেশ রাহুল চোট পেয়েছিল ফলে বিকল্প অধিনায়ক খুঁজতে হয়েছিল। যা হয়েছে তা বিসিসিআইয়ের ইচ্ছা নয় বরং বাধ্য হয়েই করতে হয়েছে।
আইপিএলের কারণে ক্রিকেটাররা বেশি চোট পাচ্ছেন বিশ্রামের বেশি প্রয়োজন পড়ছে তা মানতে নারাজ সৌরভ। মতে ভারতীয় দলে এখনো অপশনে অনেক বেশি ফলে সকলকে এই সুযোগ দেওয়ার সম্ভাবনা তৈরি করতে হয়। তার মতে আইপিএলের আগে এবং পরে ক্রিকেটের বার্ষিক দিন সংখ্যার বিচারে খুব বেশি পরিবর্তন আসেনি।