‘শুয়োরের মুখে সিংহের সমালোচনা মানায় না”, পিসি সরকারের মন্তব্যে ক্ষোভ প্রকাশ নানান মহলের

বাংলাহান্ট ডেস্ক : জাদুকর পি সি সরকার (P C Sarkar) জুনিয়রের ‘শুয়োর’ মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজনীতি থেকে বিনোদন জগতের বিশেষজ্ঞরা। ভাষাবিদ পবিত্র সরকারের (Pabitra Sarkar) বলেন জাদুকর সরকারের মুখে এই ভাষা ঠিক মেনে নেওয়া যায় না। তৃণমূলের মুখপাত্র আরও বলেন, ওঁর মাথা খারাপ হয়েছে। অভিনেতা কৌশিক সেনের (Kaushik Sen) মনে করেন, বিষয়টির গভীরতাই বুঝতে পারেননি জাদুকর।

শুয়োরের মুখে সিংহের সমালোচনাটা ঠিক মানায় না : ম্যাজিশিয়ান সরকার (P C Sorcar) একটি সংবাদমাধ্যমকে দেওয়া সক্ষাৎকারে বিতর্কিত কিছু কথা বলেছিলেন। তিনি বলেন, বহু দিন ধরে সিংহ পুষেছেন তিনি। নয়া সংসদ ভবনের মাথায় বসা জাতীয় প্রতীকে সিংহের মুখের ভঙ্গী নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক চলছে, তখন এই বিষয়ে তিনি তাঁর মতামত ব্যক্ত করেন। তিনি বলেছিলেন, ‘শুয়োরের মুখে সিংহের সমালোচনাটা ঠিক মানায় না।’ ব্রোঞ্জের ওই বিতর্কিত ভাস্কর্যটিকে শিল্পীর স্বাধীনতা হিসেবেই তুলে ধরতে চেয়েছেন তিনি।

পবিত্র সরকার : জাদুকর সরকারের (P C Sorcar) এই মন্তব্যের বিরুদ্ধেই সমালোচনার ঝড় বয়ে যায় শহর কলকাতায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার (Pabitra Sarkar) বলেন, ‘ওঁর কাছে এই রকম কুৎসিত ভাষা প্রয়োগ আমি আশা করি না।’ পবিত্রবাবু আরও বলেন, ‘যাঁরা সমালোচনা করছেন তাঁরা যুক্তি দিয়েই কথা বলছেন। ইতিহাস বিকৃতির ধারাবাহিকতার দৃষ্টিভঙ্গি থেকেই সিংহের মুখ বিকৃতিকে দেখা হচ্ছে।’

কুণাল ঘোষ : তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আবার বলেন, ‘ওঁর মাথাটাই খারাপ হয়ে গেছে বলে তো জানতাম না। কোভিড পরবর্তী সময়ে এটা হয়েছে বোধহয়।’ অন্যদিকে অভিনেতা কৌশিক সেন বলেন, ‘এটা কোনও শিল্পী সত্ত্বা নয়। এটা পাড়ার মোড়ের মূর্তি নয় যে এটাকে বিকৃত করা চলে। এটা শিল্প হতে পারে না। এর পিছনে বিজেপির ইন্ধন রয়েছে।’

শতরূপ ঘোষ : পিসি সরকারের প্রতিবেশি সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন ‘আমাদের ছোটবেলায় পিসি সরকার ছিলেন হিরো। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে একটা অসভ্য দলের পাল্লায় পড়ে উনিও অসভ্যে পরিণত হয়েছেন। আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। কিন্তু ওঁকে সুস্থ করার ম্যাজিক বোধহয় মেডিক্যাল সায়েন্সের কাছেও নেই। সারাজীবন ম্যাজিক দেখিয়ে এখন নিজেই ব্ল্যাক ম্যাজিকের কবলে পড়েছেন।’


Sudipto

সম্পর্কিত খবর