সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বর্ধমানের স্কুলের শিক্ষক-শিক্ষিকার ভিডিও, উঠছে বরখাস্ত করার দাবি

বাংলাহান্ট ডেস্ক : সুমন্ত দাস আর সুদীপ্তা মল্লিক। দুজনেই পূ্র্ব বর্ধমানের (East Burdwan) ভাতারের বিজিপুর হাই স্কুলে শিক্ষকতা (Teacher) করেন। একজন অঙ্কের শিক্ষক আর অন্যজন ভূগোল পড়ান। কিন্তু, এবার তাদের শিক্ষকতার মান নিয়েই হাজারো প্রশ্ন উঠতে শুরু করল। আর এই শিক্ষকদ্বয়ের বিরুদ্ধে সরব হওয়ার পিছনে মূল কারণ হলো একটি ভাইরাল ভিডিও (Viral Video)। কিন্তু এখন প্রশ্ন হল কি এমন ছিল সেই ভাইরাল ভিডিওতে ?

ভিডিওতে দেখা যাচ্ছে যে, আটের দশকের জয়প্রদা-জীতেন্দ্র অভিনীত ‘তোফা’ ছবির বিখ্যাত গানের তালে দাঁত-মুখ খিঁচিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন‌ শিক্ষক সুমন্ত দাস। অন্যদিকে, শিক্ষিকা সুদীপ্তা মল্লিকও কোন অংশে কম যান না। একটি মিম ভিডিওতে তিনিও তার অভিনয় স্বত্তার প্রকাশ ঘটিয়ে ফেলেছেন। আর এই দুই ভিডিওকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পূ্র্ব বর্ধমানের ভাতারে। যদিও ভুলবশত সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে গিয়েছে বলেই সাফাই গেয়েছেন দুই শিক্ষক।

ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই শেয়ার করেছেন বহু মানুষ। কেউ লিখেছেন, “এই হচ্ছে আমাদের বিজিপুর হাই স্কুলের গুণধর শিক্ষক-শিক্ষিকা।” শুধু তাই নয়, umbrella কে amrela বলার প্রসঙ্গও উঠে এসেছে। অন্যদিকে, কেউ আবার ওই শিক্ষক-শিক্ষিকাকে সাসপেন্ড করার দাবি করেছেন। কারও মতে, বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। ওঁরা স্কুলে ভাল পড়ান।

ভিডিও দুটিকে ঘিরে যখন তোলপাড় শুরু হয়েছে তখন অঙ্কের শিক্ষকের কথায়, “আমি এই ভিডিওটা মজার ছলে মেয়েকে নিয়ে করেছিলাম। আমার মেয়েও একটা ভিডিও করেছিল। দুটো ভিডিও ও পোস্ট করে ফেলে। ২ মিনিট এর মধ্যে আমি দেখে ডিলিট করে দিই।” পাশাপাশি তিনি ওই সময়ের মধ্যেই কেউ ডাউনলোড করে ফেসবুক বা হোয়াটসআ্যপে শেয়ার করলেও তাদেরকে পোস্টটা ডিলিট করে দেওয়ার অনুরোধ করেন।

একই সঙ্গে সুদীপ্তা মল্লিক বলেন, সন্তানের মনোরঞ্জনের জন্যে আমার ছেলের সঙ্গে ওই ভিডিও তৈরি করেছিলাম। যেটা অনেকদিন আগেই ইনস্ট্রাগামে আমার পার্সোনাল আ্যকাউন্টে পোষ্ট করি। সেটা কীভাবে ভাইরাল হল অবাক লাগছে।” এ বিষয়ে বিজিপুর হাই স্কুলের প্রধানশিক্ষক সুশান্ত অধিকারী জানান, তার ফেসবুক না থাকার কারণে তিনি বিস্তারিত ঘটনা জানতে পারেননি। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জেনে ওই দুজনকে সতর্ক করা হবে বলে উল্লেখ করেন তিনি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর