৩০০-র মধ্যে পেয়েছেন ৩০০! প্র্যাকটিসের জন্য ফের পরীক্ষা দিতে চান JEE মেইন টপার নভ্যা হিসারিয়া

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক পড়ুয়াই চান পরীক্ষায় ভালো নম্বর পেতে। আর সেই কারণে ভালোভাবে প্রস্তুতিও নিতে থাকেন সবাই। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন একজন পড়ুয়ারা প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপিত করব যিনি পরীক্ষায় ফুল মার্কস পেয়ে টপার হয়েও ফের একবার সেই পরীক্ষাই নিছক “প্র্যাকটিস”-এর জন্য দিতে চাইছেন। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এইরকমই সিদ্ধান্ত নিয়েছেন ২০২২ সালের JEE (Joint Entrance Examination) মেন টপার নভ্যা হিসারিয়া। জানা গিয়েছে, প্রথম বারের প্রচেষ্টাতেই সংশ্লিষ্ট পরীক্ষায় তিনি ৩০০-র মধ্যে ৩০০-ই পেয়েছেন।

যদিও, তিনি ফের ওই পরীক্ষার দ্বিতীয় সেশনে নেহাতই অনুশীলনের জন্য বসতে চলেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, রাজস্থানের এই ছাত্র জানিয়েছেন, JEE মেন সেশন ২-তে অংশ নিয়ে তিনি তাঁর টাইম ম্যানেজমেন্টকে উন্নত করতে চান। তাঁর মতে, “এই পরীক্ষাগুলি আমাকে শেখায় যে কিভাবে প্রদত্ত সময়সীমার মধ্যে পেপারটি সম্পূর্ণ করতে হয় এবং সময়কে ভালভাবে পরিচালনা করতে হয়।”

পাশাপাশি, ১৭ বছর বয়সী এই ছাত্র বোম্বের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) থেকে কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হতে চান। উল্লেখ্য যে, নভ্যা হিসারিয়ার বাবা একজন ব্যবসায়ী। পাশাপাশি, তাঁর মা একজন সমাজকর্মী।

নভ্যা হনুমানগড়ের সিবিএসইর অন্তর্ভুক্ত আপালা স্কুল অফ এডুকেশন থেকে দশম এবং দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। পাশাপাশি, দশম শ্রেণিতে নভ্যা ৯৭.৪০ শতাংশ নম্বর পান। যদিও, তাঁর দ্বাদশ শ্রেণির ফলাফল এখনও বেরোয়নি। তবে, চলতি মাসের শেষেই সেই ফলাফল ঘোষণা করা হতে পারে।

WhatsApp Image 2022 07 16 at 6.02.26 PM 1

জানা গিয়েছে যে, ২০২০ সালে দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষা শেষ করার পরপরই, নভ্যা JEE মেনের জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। পাশাপাশি, কোটা’র অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউটের ছাত্র নভ্যা জানান, তিনি প্রতিদিনের ক্লাস নোট এবং হোমওয়ার্কের উপর ভর করেই প্রস্তুতি সারেন। এছাড়াও, তিনি বলেন, “আমি কোনো অতিরিক্ত বই তেমন ব্যবহার করিনি। তবে আমি আমার কোচিং ক্লাসে নিয়মিত ছিলাম এবং প্রতিটি দৈনিক ক্লাসের ভিত্তিতে হোমওয়ার্ক সম্পন্ন করেছিলাম।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর