বউ নয়ণের মণি, টুইঙ্কলকে নিয়ে মজা করলে খুন করতেও হাত কাঁপবে না অক্ষয়ের!

বাংলাহান্ট ডেস্ক: বহু অভিনেত্রীর সঙ্গে প্রেম করার পর শেষমেষ টুইঙ্কল খান্নায় (Twinkle Khanna) এসে ঠেকেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। আর অন‍্য কোনো নায়িকার দিকে তাকানওনি। দুই ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখের সংসার অক্ষয়ের। অভিনেতার সঙ্গে বিয়ের পরেই অভিনয়কে বিদায় জানিয়েছিলেন টুইঙ্কল। এ বিষয়ে গুঞ্জন শোনা যায়, অক্ষয়ের কথাতেই নাকি অভিনয় ছাড়তে বাধ‍্য হয়েছিলেন স্ত্রী। এখন অবশ‍্য লেখিকা হিসাবে বেশ নাম করেছেন টুইঙ্কল।

স্ত্রীকে কার্যত চোখে হারান অক্ষয়। টুইঙ্কলের দিকে কেউ আঙুল তুললে সেই আঙুল নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন অভিনেতা। করন জোহরের চ‍্যাট শো ‘কফি উইথ করন’ এর আগামী পর্বে অতিথি হয়ে আসতে চলেছেন অক্ষয় ও সামান্থা রুথ প্রভু। সম্প্রতি একটি প্রোমো প্রকাশ‍্যে এসেছে শোয়ের।

twinkle akshay Copy
সেখানে অক্ষয়কে একটি প্রশ্ন করতে শোনা যাচ্ছে করনকে, “যদি ক্রিস রক টিনার (টুইঙ্কল) ব‍্যাপারে মজা করতেন তাহলে কী করতে?” এক মুহূর্তও না ভেবে অভিনেতা উত্তর দেন, “আমি ওঁর শ্রাদ্ধের খরচটা দেব।”

উল্লেখ‍্য, অস্কারের মঞ্চে চড় কাণ্ডের কথা সকলেই মনে রেখেছেন। উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করার জন‍্য কমেডিয়ান ক্রিস রককে ঠাঁটিয়ে চড় কষান অভিনেতা। স্ত্রী জাডা পিঙ্কেট ‘অ্যালোপেশিয়া’ নামে একটি রোগে আক্রান্ত। তাই তাঁর চুল একেবারেই ছোট করে ছাঁটা।

অস্কারের মঞ্চে সঞ্চালক ওই প্রসঙ্গ টেনেই বলেছিলেন, জি আই জেন ছবিতেও ডেমি মুর এমনি ছোট করে চুল কেটে রেখেছিলেন। তাই যদি জি আই জেনের সিক‍্যুয়েল আসে তবে জাডাই অভিনয় করবেন।

বিষয়টা বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগেছিল দর্শকদের। সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে ক্রিসকে ঠাঁটিয়ে একটা চড় কষান স্মিথ। আসনে ফিরে এসে চিৎকার করে বলেন, “নিজের নোংরা মুখে আমার স্ত্রীর নাম উচ্চারণ করবে না!” বিষয়টা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল‌। সেই প্রসঙ্গই নিজের শোতে টেনে আনেন করন জোহর।

Niranjana Nag

সম্পর্কিত খবর