বাংলা হান্ট নিউজ ডেস্ক: যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে লোকেশ রাহুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু মনে হয় না যে তিনি সময়মতো সুস্থ হয়ে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে পারবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের আগে কুঁচকিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। তারপর জার্মানিতে অপারেশন করিয়ে সুস্থ হয়ে উঠেছেন কিন্তু খেলার অবস্থা এখনো আসেননি তিনি।
এইমুহূর্তে ব্যাঙ্গালোরে তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। সেখানেই নিজের রিহ্যাব সম্পূর্ণ করছেন তারকা ভারতীয় ক্রিকেটার। জুলাই মাসের ২৯ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। কিন্তু সেই সময়ের মধ্যে তার পক্ষে পুরোপুরি ফিট হয়ে ওঠা প্রায় অসম্ভবের সামিল।
সম্প্রতি লোকেশ রাহুলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে ৩০ বছর বয়সী তারকাকে নেটে ব্যাটিং করতে দেখা গেছে। আর তাকে বোলিং করছিলেন তারকা ভারতীয় মহিলা পেসার ঝুলন গোস্বামী। দুই সুপারস্টারকে একসঙ্গে দেখা যাওয়ার মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে। মুহুর্তের মধ্যে ভিডিওটি শেয়ার করেছেন।
KL Rahul faces Indian Women’s cricket legend, Jhulan Goswami, in the nets at NCA 🤩. Because he was subject to fitness for Windies Series.#WIvsIND pic.twitter.com/4gjxSILJxV
— The Cricket Gang (@TheCricketGang) July 19, 2022
৩৯ বছর বয়সী ঝুলন দেশের হয়ে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে এবং টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৩০০ টি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি থেকে তিনি চার বছর আগেই অবসর নিয়েছেন তাই ভারতীয় মহিলা দলের সঙ্গে কমনওয়েলথ গেম খেলতে বার্মিংহামে উড়ে যাননি তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি এখন গা ঘামাচ্ছেন।