পার্থ কাণ্ডের মাঝেই SSC আন্দোলনকারীদের ফোন অভিষেকের, দিলেন দেখা করার আশ্বাস

বাংলাহান্ট ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদন্তকে ঘিরে এই মুহুর্তে তোলপাড় গোটা বাংলা। প্রায় প্রত্যেক দিনই উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রফতার করেছে ইডি। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব থেকে অপসারণ করেছে তৃণমূল।

অন্যদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়ার প্রতিবাদে ৫০০ দিন ধরে এসএসসি (SSC) আন্দোলনকারীদের অনশন চলছে। পার্থর গ্রেপ্তারি তাঁদের লড়াইয়ের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। এই রকম পরিস্থিতিতে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্য আন্দোলনকারীদের ফোন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা যাচ্ছে শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি।

সূত্র মারফত খবর, আন্দোলনের প্রথম সারির নেতা শহিদুল্লাকে ফোন করেছিলেন অভিষেক  বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, নিজে থেকে এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করেন অভিষেক। এতদিন ধরে আন্দোলনের পর তাঁদের আলোর দিশা দেখাতে আগ্রহী তিনি। শহিদুল্লাকে ফোন করে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন অভিষেক। শহিদুল্লা জানান, তৃণমূল (TMC) সাংসদ শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। আন্দোলনকারীদের ৫,৬ জনের প্রতিনিধিদলকে ডেকে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার মাঠে নামতে চলেছেন অভিষেক নিজেই। এসএসসি আন্দোলনকারীদের তৃণমূল সাংসদের ফোন করা নিয়ে এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। অভিষেক হস্তক্ষেপ করায় আশার আলো দেখছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের মধ্যে অন্যতম সদস্য শহিদুল্লা বলেন, ‘ওঁর ফোন পেয়েছি, কথাও হয়েছে। উনি কাল আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। এক বিশেষ ব্যক্তির মাধ্যমে সুষ্ঠ আলোচনার বার্তাও দিয়েছেন তিনি। তবে কখন, কোথায় এই আলোচনা হবে, তা এখনও জানি না আমরা।’


Sudipto

সম্পর্কিত খবর