বাংলাহান্ট ডেস্ক: বলিউডের যে কজন সদস্য নেটপাড়ায় অত্যন্ত সক্রিয় থাকেন তাদের মধ্যে অন্যতম কামাল আর খান (Kamal R Khan)। যদিও তাঁকে অভিনেতা ঠিক বলা যায় না। বদলে ফিল্ম সমালোচক হিসাবেই বেশি পরিচিত তিনি। তবে সম্প্রতি ফিল্ম সমালোচক হিসাবে অবসর নিয়েছেন কেআরকে। বলিউডকে আক্রমণ শানাতেই এখন ব্যস্ত থাকেন তিনি। এবার নিজের নামও বদলে ফেললেন কেআরকে।
আগে তিনি ছিলেন কামাল আর খান। কিন্তু বলিউডে খান সুপারস্টারদের বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছে তাতে অংশ নিয়েছেন কেআরকেও। শাহরুখ, সলমন, আমিরদের বিরুদ্ধে মাঝে মাঝেই টুইট বাণ ছোঁড়েন তিনি। এদিকে নিজের পদবীই খান। তাই শেষমেষ একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন কেআরকে। খান পদবী ত্যাগ করে এখন তিনি কুমার (Kamal R Kumar)। নিজের স্ত্রীর পদবী গ্রহণ করেছেন তিনি।
একটি টুইটে এই খবর জানিয়েছেন কেআরকে। তিনি লেখেন, ‘আজ আমি ঠিক করেছি নিজের নাম থেকে খান পদবী বাদ দিয়ে দেব আর আমার স্ত্রীর পদবী কুমার গ্রহণ করব। আমার স্ত্রীর নাম অনিতা কুমার। তাই এখন থেকে আমার নাম কামাল রশিদ কুমার।’
কেআরকের এই সিদ্ধান্তে দু রকম প্রতিক্রিয়া এসেছে নেটিজেনদের তরফে। কয়েকজন কেআরকের এই সিদ্ধান্তকে সাদরে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই পিতৃতান্ত্রিক নিয়ম বদলাচ্ছে।’
আরেকজন লিখেছেন, ‘খুব সাহসী সিদ্ধান্ত। ভারতে সাধারণত বিয়ের পর স্ত্রী স্বামীর পদবী গ্রহণ করে। কিন্তু আপনি নিয়ম বদলাচ্ছেন।’ তবে অনেকে কেআরকের এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষও করেছেন অনেকে। তবে নিজের টুইটার হ্যান্ডেলেও নামও বদলে কামাল রশিদ কুমার করে দিয়েছেন তিনি।
https://twitter.com/kamaalrkhan/status/1560840488399343616?t=KaDXRp7ZdER5LpU2Fm1iYg&s=19
এর আগে কেআরকে বলেছিলেন, আমিরের ‘লাল সিং চাড্ডা’র রিভিউ দিয়েই ফিল্ম সমালোচক হিসাবে অবসর নেবেন। কিন্তু শেষমেষ তিনি দাবি করেন, আমির নাকি তাঁর জন্য লাল সিংয়ের স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন। কিন্তু তিনি রিভিউ দেবেন না, কারণ ভাল কিছু বলার মতো নেই-ই। তিনি এমনো ভবিষ্যৎবাণী করেছেন শাহরুখের পাঠান, জওয়ান এবং ডাঙ্কি তিনটি ছবিই ফ্লপ হবে।