বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগতে একই নামের গেরোয় পড়তে হয়েছে একাধিক অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকাকে। অনেক সময়ে একই নামের জন্য একজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের দায়ভার নিতে হয়েছে অন্যজনকে। এমনকি মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়েছে। সম্প্রতি এমনি পরিস্থিতির মুখে পড়লেন ‘সুবর্ণলতা’ অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)।
কীকরে ঘটল এমন ঘটনা? আসলে কিছুদিন আগেই দুঃসংবাদ এসেছিল টেলি ইন্ডাস্ট্রির তরফে। প্রবীণ অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিল স্টুডিওপাড়া। ছোটপর্দার দীর্ঘদিনের সদস্য অনন্যা চট্টোপাধ্যায় বড়পর্দাতেও কাজ করেছিলেন। তাঁর এমন আচমকা মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন সকলেই।
কিন্তু এক সংবাদ মাধ্যমে ‘গাঁটছড়া’ অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের বদলে ‘সুবর্ণলতা’ অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। নাম এক হতেই এই বিভ্রাট। ‘আবহমান’ অভিনেত্রীর ছবি, কাজের উল্লেখ করে প্রকাশ করা মৃত্যুর ভুয়ো সংবাদ। বিষয়টা নিয়ে শোরগোল হতে ভুল বুঝতে পেরে তড়িঘড়ি মুছে ফেলা হয় প্রতিবেদনটি। কিন্তু ততক্ষণে বিষয়টি নজরে পড়তে নিজেই কলম তুলে নিয়েছেন অনন্যা।
ভুয়ো প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে অনন্যা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অনন্যাদি খুবই ভাল মানুষ ছিলেন। আমি কাজ করেছি একসঙ্গে একসময়ে। খুব হাসিখুশি। অসময়ে তাঁর চলে যাওয়া খুবই দুঃখের। তাঁর আত্মার শান্তি কামনা করি। এক সময়ে ওঁকে আর আমাকে নিয়ে খুব কনফিউশন হত বিভিন্ন প্রযোজনা সংস্থার মধ্যে। কিন্তু সেটা ল্যান্ডলাইনেথ যুগ ছিল। সোশ্যাল মিডিয়ার যুগ নয়, মোবাইলেরও নয়।’
অনন্যা এরপর লেখেন, ‘আজ কিছু সংবাদ মাধ্যম আবার আমার সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলেছে। তাঁর মৃত্যুতেও এই কনফিউশন বহাল থাকবে, এটা অন্যায়। এটা ঠিক নয়। তাদের ভুল আমি এখানে শুধরে দিলাম। যারা আমার জন্য আজ উদ্বেগ করেছেন, তাদের সকলকে জানাই যে, যিনি আমাদের ছেড়ে গেছেন, তিনি সিনিয়র অনন্যা চট্টোপাধ্যায়। একজন পরিশিলীত অভিনেত্রী। তাঁকে আমার সশ্রদ্ধ প্রণাম।’