আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত্যু নামাজরত একাধিক লোকের

বাংলাহান্ট ডেস্ক : আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে (Kabul) একের পর এক জায়গা কেঁপে উঠছে ভয়ংকর বিস্ফোরণে। কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণের রেশ কাটতে না-কাটতেই রাজধানী শহরের মসজিদে বোমা বিস্ফোরণ। আজ আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন আরও ২৫ জন ব্যক্তি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রকের সদর দফতর চত্বরে একটি মসজিদের কাছে ওই বোমা বিস্ফোরণ ঘটেছে। কয়েক দিন আগেই শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চলেছে। ওই ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়। যাঁদের মধ্যে মহিলা ৪৬ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এর মাসখানেক আগে কাবুলের আরও একটি মসজিদে হামলা চালানো হয়। ওই বিস্ফোরণে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়। অন্তত ৪০ জন আহত হন।

তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই ধারাবাহিক ভাবে একের পর এক হামলায় বারবার ক্ষতবিক্ষত হয়েছে আফগানিস্তানের মাটি। বিশেষ করে নিশানা করা হচ্ছে শিয়া মসজিদগুলিকে। যাতে প্রাণ হারাচ্ছেন নিরীহ আফগান নাগরিকরা। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির ইসলামিক স্টেটের খোরাসন (আইএস-কে) শাখার দিকে।

সাউথ এশিয়ান টেররিজ়ম পোর্টাল বা এসএটিপি-র পরিসংখ্যান বলছে, শুধুমাত্র এই বছরেই আফগানিস্তান জুড়ে ২০৭টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। যাতে মৃত্যু হয়েছে কমপক্ষে দেড়শো জনের। এরপরই প্রশ্ন উঠছে, শাসক তালিবান মুখে বারবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা বলে। কাজের ক্ষেত্রে তা ফলপ্রসু হয়না। শাসনের দ্বিতীয় দফায় গোটা দেশে শান্তি রক্ষায় পুরোপুরি ব্যর্থ তালিবান সরকার। এখন প্রশ্ন উঠছে ধীরে ধীরে কি তাদের শাসন কমজোরি হয়ে যাচ্ছে?

Sudipto

সম্পর্কিত খবর