বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারের উদ্যোগে এবার মোবাইলে রেশন কার্ড (Ration Card)। এখন থেকে ফোনের এক ক্লিকেই ঘরে বসে আপনি বানাতে পারেন নতুন রেশন কার্ড। শুধু তাই নয়, ঘরে বসেই আপনি সংশোধন করতে পারবেন আপনার বা আপনার পরিবারের পুরনো রেশন কার্ডও। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর উদ্যোগে রেশন কার্ড সংক্রান্ত একটি নতুন অ্যাপ চালু করা হলো।
জানা গিয়েছে, এই নতুন অ্যাপটির নাম, ‘খাদ্যসাথী – আমার রেশন মোবাইলে অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে যে কেউ ঘরে বসেই রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধান করে ফেলতে পারেন। সূত্রের খবর, এই অ্যাপের মাধ্যমে যে কেউ নতুন রেশন কার্ডের আবেদন করা থেকে শুরু করে মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল, অথবা রেশন কার্ডের ত্রুটি সংশোধনের যাবতীয় কাজ করতে পারবেন ঘরে বসেই।
খাদ্য দপ্তর সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত দপ্তরকে ই -গভারনেন্স এর উপর জোর দিতে নির্দেশ দিয়েছেন। খাদ্য দপ্তরও তাই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চেষ্টা চালাচ্ছে রেশন ব্যবস্থাকে মানুষের আরো কাছে পৌঁছে দিতে। বর্তমানে প্রত্যেকটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। তারা চাইলেই, প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে খাদ্য দপ্তরের অ্যাপ ডাউনলোড করে রেশন সংক্রান্ত যাবতীয় কাজ নিজেরাই করতে পারেন।
খাদ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, খাদ্য দপ্তরের এই অ্যাপ রেশন কার্ডের যাবতীয় কাজ করা ছাড়াও, গ্রামীণ কৃষকদের ধান বিক্রির জায়গা নির্ধারণ করাতেও সাহায্য করবে। এই অ্যাপ ব্যবহার করে কৃষকরা নিজেদের সুবিধামত তারিখ ও স্থান বেছে নিতে পারবেন ধান বিক্রি করার জন্য।
খাদ্য দপ্তর মনে করছে, রেশন কার্ড সংশোধন বা কৃষকদের ধান বিক্রি নিয়ে যে সমস্যা ছিল তা এই অ্যাপের মাধ্যমে অনেকটাই কমে যাবে। এই কাজগুলি করার জন্য বিভিন্ন জায়গায় লাইন দিয়ে ফরম জমা দেওয়ার ঝক্কি একেবারেই কমে যাবে বলে তাদের আশা।